বিশ্বের প্রতিটি ক্ষেত্রেই মেয়েরা এগিয়ে চলেছে। খেলাধুলাতেও সাম্প্রতিককালে মেয়েরা উজ্জ্বল করেছে তাদের নাম। তবু, খেলাধুলায় এখনও মেয়েদের সংখ্যাটা যথেষ্ট নয়। রেফারি হিসেবে তো আরওই কম। এমন পরিস্থিতিতেই মাঠে নেমে পড়েছেন বাংলাদেশের জয়া চাকমা। প্রসঙ্গত, বাংলাদেশ থেকে ফিফার প্রথম নারী রেফারি তিনিই।
ছোট থেকেই মাঠ কাঁপিয়ে বেড়ানো জয়া ২০১০ সালে রেফারিং-কে আপন করে নেন। যদিও ২০১৬ সাল পর্যন্ত বিজেএমসির হয়ে ঘরোয়া ফুটবলে খেলেছেন, কিন্তু রেফেরিং-এর নেশা তাঁর পিছু ছাড়েনি। লেভেল ৩, ২, ১ কোর্স করে ন্যাশনাল রেফারি আগেই হয়েছিলেন। সম্প্রতি ফিফার রেফারি হওয়ার পরীক্ষাতেও উত্তীর্ণ হলেন তিনি। বহু কঠিন পরীক্ষার পথ পেরিয়ে, এখন স্বপ্নের অপেক্ষা করছেন জয়া এবং তাঁর সহকারী রেফারি সালমা ইসলাম। ফিফার রেফারি হিসেবে টিকিট পেয়ে গেলে, ২০২০ থেকে আন্তর্জাতিক স্তরে খেলা পরিচালনা করতে পারবেন তাঁরা।
৩ বারের কঠোর পরিশ্রমের চেষ্টার পর এই ফল পেয়ে স্বাভাবিকভাবেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সবাই গর্বিত। ইতিহাসে মাস্টার্স এবং স্পোর্টস সায়েন্সে ডিপ্লোমা রয়েছে জয়ার। তাঁর পরবর্তী লক্ষ্য এএফসির এলিট প্যানেলের জন্য পরীক্ষায় অবতীর্ণ হওয়া।