চুম্বকের সাহায্যে মাইক্রোপ্লাস্টিক অপসারণ, নেপথ্যে আইরিশ যুবক

সমুদ্রের জলে মিশছে প্লাস্টিক। চোখে দেখা যায় না যদিও। কারণ জলের মধ্যে ভেঙে যায় প্লাস্টিকের অনুগুলি। তৈরি হয় অতি সূক্ষ্ম মাইক্রোপ্লাস্টিক। এই মুহূর্তে সারা পৃথিবীর সামনে একটি বড়ো চ্যালেঞ্জ প্লাস্টিক দূষণ। কীভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়, তারই উত্তর খুঁজছেন নানা দেশের বৈজ্ঞানিকরা। কিন্তু যদি বলা হয়, কেবলমাত্র চুম্বকের সাহায্যেই সমস্ত মাইক্রোপ্লাস্টিক অপসারণ সম্ভব! অবাক করা এই আবিষ্কারের পিছনে রয়েছেন মাত্র ২০ বছরের এক যুবক। গতবছরই গুগল আয়োজিত সায়েন্স ফেয়ারে প্রদর্শিত হয় আয়ারল্যান্ডের যুবক ফিওন ফিরেরার এই প্রকল্প। ইতিমধ্যে নানা দেশের বিজ্ঞানীমহলে প্রশংসা কুড়িয়েছে সেই প্রকল্প।

ছোটোবেলা থেকেই সমুদ্রের ধারে ঘুরে বেড়ানো অভ্যাস ফিওনের। কিন্তু সমুদ্রের নির্মল পরিবেশে যখন প্লাস্টিকের আবর্জনা এসে জুটত, তখনই বিরক্ত লাগত তার। ধীরে ধীরে ফিওন জানতে পানরে, সমুদ্রের স্বচ্ছ জলেও মিশে আছে এমনই প্লাস্টিকের টুকরো, যাদের খালি চোখে দেখা যায় না। ইন্টারনেট থেকে কৌশল জেনে নিয়ে নিজেই বানিয়ে ফেলেন একটা স্পেক্ট্রোস্কোপ। তাই দিয়ে পরীক্ষা করতে থাকেন সমুদ্রের জল। মাথায় এসে যায় একটি ফন্দিও। মাইক্রোপ্লাস্টিক সবসময় তেলের দিকে আকৃষ্ট হয়। সেই পদ্ধতি প্রয়োগ করলে কেমন হয়?

প্রাথমিকভাবে তাতেই সাফল্য আসে ফিওনের কাছে। কিন্তু সেই তেলকেও অপসারণ করা সহজ কাজ নয়। ফিওন তাই ভোজ্য তেলের সঙ্গে লোহার মিহি গুঁড়ো মিশিয়ে তৈরি করেন ফেরোফ্লুইড নামে একটি তরল। এই তরলের প্রতিও সমানভাবে আকৃষ্ট হয় মাইক্রোপ্লাস্টিক। আর লোহার গুঁড়ো মিশে থাকায় চুম্বকের সাহায্যেই সরিয়ে ফেলা যায় এই মিশ্রণ। নিজস্ব পরীক্ষাগারে অন্তত ৫ হাজার নমুনা নিয়ে পরীক্ষা করে ফিওন দেখেছেন, গড় সাফল্যের হার প্রায় ৮৫ শতাংশ।

প্লাস্টিক দূষণ বন্ধ করতে যেখানে-সেখানে প্লাস্টিক ফেলা তো বন্ধ করতেই হবে। সেইসঙ্গে মাইক্রোপ্লাস্টিক অপসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনও প্রতি বছর প্রায় ৩০০ মিলিয়ন টন মাইক্রোপ্লাস্টিক জলে মেশে। এর বেশিরভাগটাই জমা হয় সমুদ্রের বুকে। বেশ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে, এই পরিমাণটাও ২০৫০ সালের মধ্যে ৩ গুণ হয়ে উঠতে পারে। সেই পরিস্থিতি মোকাবিলা করতে চাই অত্যন্ত সহজ কোনো পদ্ধতি। ফিওনের এই প্রযুক্তি যে তাতে পথ দেখাবে, তাতে সন্দেহ নেই। কিন্তু বৃহৎ পরিসরে কীভাবে তাকে কাজে লাগানো যায়, তাই নিয়ে ভাবনাচিন্তা করছেন ফিওনও। হয়তো খুব তাড়াতাড়িই সেই সমাধান পাওয়া যাবে।

আরও পড়ুন
প্লাস্টিককে ঘিরেই গড়ে উঠছে নয়া বাস্তুতন্ত্র, সমুদ্রের ‘অজানা’ গল্প

Powered by Froala Editor

আরও পড়ুন
গরম জলে গলে যাবে মুহূর্তেই, অভিনব জৈব প্লাস্টিক তৈরি বাঙালি উদ্ভাবকের