রামানুজন-গ্রাফ সমাধান করে ‘মাইকেল অ্যান্ড শিলা হোল্ড পুরস্কার’ জয়ী ভারতীয় গবেষক

বিশ্বের মঞ্চে আবার স্বীকৃতি ভারতের। সম্মানজনক মাইকেল অ্যান্ড শিলা হেল্ড পুরস্কার পেলেন তরুণ গণিতবিদ নিখিল শ্রীবাস্তব। সম্প্রতি ২০২১ সালের পুরস্কার বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়েছে তাঁর নাম। ভারতীয় এই গবেষকের সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পাচ্ছেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের গণিতজ্ঞ ড্যানিয়াল অ্যালান স্পিলম্যান এবং ইকোল পলিটেকনিক ফেডারাল ডি লাউসনের গবেষক অ্যাডাম মার্কাস।

বিগত কয়েক দশক ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গবেষণা চলেছে এই রামানুজন গ্রাফের ওপরে। তবে সেইভাবে সফল হননি কেউ-ই। দীর্ঘমেয়াদি সেই প্রশ্নের উত্তর দেন এই তিন গবেষক। সরলরৈখিক বীজগণিত, পলিনমিয়াল জিওমেট্রি এবং গ্রাফ তত্ত্বের মাধ্যমে রামানুজন গ্রাফ এবং ক্যাডিসন-সিঙ্গার সমীকরণের মধ্যে এক নতুন সংযোগ স্থাপন করেন তাঁরা। এই তত্ত্বের প্রয়োগে কম্পিউটার বিজ্ঞানের নতুন দিগন্ত খুলে যেতে পারে।

বর্তমানে নিখিল শ্রীবাস্তব অধ্যাপনা করছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে। তবে এই সমীকরণ সম্পর্কিত গবেষণাপত্র তিনি প্রকাশ করেছিলেন ২০১৫ সালে। প্রায় ৫ বছর পর স্বীকৃতি মিল তার। পলিনমিয়াল জিওমেট্রি, ডিসক্রিট অপটিমাইজেশন প্রবলেম থেকে শুরু করে গণিত এবং কম্পিউটার বিজ্ঞানের বিস্তৃত ক্ষেত্রে এই গাণিতিক সমাধান ব্যবহার করা যাবে বলেই মনে করছেন বিশ্বের তাবড় বিশেষজ্ঞরা। সরাসরি এই সমাধানের ব্যবহারে অনেক ছোটো হয়ে যাবে গাণিতিক সমস্যার আকারও।

২০১৭ সাল থেকে শুরু হয়েছিল মাইকেল অ্যান্ড শিলা হোল্ড পুরস্কার সম্মাননা। গণিতে অত্যন্ত সম্মানজনক হিসাবেই বিবেচিত হয় এই পুরস্কার। যার আর্থিক মূল্য ১ লক্ষ মার্কিন ডলার। নিখিল শ্রীবাস্তবের আগে ভারতীয় হিসাবে ২০১৮ সালে এই পুরস্কার পেয়েছিলেন প্রসাদ রাঘবেন্দ্র...

Powered by Froala Editor

More From Author See More

Latest News See More