ভারত, মাদাগাস্কার এবং সোমালিয়া। এই তিন দেশ রয়েছে একই মহাদেশের মধ্যে। ভাবছেন, তাই আবার হয় নাকি? ভারত রয়েছে এশিয়ার দক্ষিণে। আর সোমালিয়া রয়েছে সেই পূর্ব আফ্রিকায়। তারও দক্ষিণে মাদাগাস্কার দ্বীপ। আর মাঝে বয়ে গিয়েছে ভারত মহাসাগর। কিন্তু না, কোনো আজগুবি কথা নয়। বরং সত্যিই এই তিন দেশ একসঙ্গে জুড়ে যেতে পারে ভবিষ্যতে। প্রায় ২০০ মিলিয়ন বছর পরের সেই মানচিত্র তৈরি করলেন বিজ্ঞানীরা। আর তাতেই দেখা গিয়েছে, ভারতের (India) সঙ্গে জুড়ে গিয়েছে পূর্ব আফ্রিকার (East Africa) বিস্তীর্ণ অঞ্চল। এমনকি এই জুড়ে যাওয়ার ফলে তৈরি হতে পারে আরও এক বিরাট পর্বত। হিমালয়ের সঙ্গে নাম মিলিয়ে যার নাম রাখা হয়েছে সোমালয়।
নেদারল্যান্ডসের উৎরেচ ইউনভার্সিটির ভূতত্ত্বের অধ্যাপক দ্যুয়ে ভান হিনসেনবার্গ এবং তাঁর ছাত্রছাত্রীরা মিলে তৈরি করে ফেলেছেন ২০০ মিলিয়ন বছর পরের এই মানচিত্র। প্রায় ২ বছরের চেষ্টায় অবশেষে ভবিষ্যতের রূপ দেখতে পেলেন তাঁরা। এর আগে পৃথিবীর অতীতের মানচিত্রের নানা মডেল তৈরি করেছেন অধ্যাপক হিনসেনবার্গ। ভূমধ্যসাগরের জায়গায় যে একসময় একটি স্থলভাগ ছিল, তাও প্রমাণ করেছেন তিনি। কিন্তু ভবিষ্যতের মানচিত্র তৈরি এই প্রথম। অবশ্য এরকম একটা পরিকল্পনা দীর্ঘদিন ধরেই ছিল বলে জানিয়েছেন তিনি। আর তাই ২০১৯ সাল থেকে শুরু করে দিয়েছিলেন এই গবেষণার কাজ।
তবে এই মানচিত্র তৈরির ক্ষেত্রে কিছুটা অনুমানের আশ্রয়ও নিয়েছেন বিজ্ঞানীরা। আসলে ভারত মহাসাগরের অবস্থান যে একদিন পুরোপুরি বদলে যাবে, তাতে সন্দেহ নেই। কিন্তু সেই সময় ভারতের কাছে আন্টার্কটিকার কোনো অংশও এগিয়ে আসতে পারে। এগিয়ে আসতে পারে অস্ট্রেলিয়া। আবার আফ্রিকার পূর্বাঞ্চলও এগিয়ে আসতে পারে। এক্ষেত্রে শেষ সম্ভাবনাটিই ধরে নেওয়া হয়েছে। অবশ্য গবেষকদের মতে, আফ্রিকার মাঝামাঝি শিলাস্তরে একটি গভীর ফাটল রয়েছে। এর ফলে ভারত মহাসাগরের অবস্থান বদলের সঙ্গে সঙ্গে আফ্রিকা মহাদেশ দুভাগ হয়ে যাওয়ারও সমান সম্ভাবনা রয়েছে। তখনই এমন পরিস্থিতি তৈরি হতে পারে।
দেখা গিয়েছে, সেক্ষেত্রে বর্তমান সিচেলিস দেশটি চলে আসবে একেবারে মুম্বাই শহরের কাছে। আর সোমালিয়া থাকবে লাক্ষাদ্বীপের কাছাকাছি। এই এলাকাজুড়ে যে পর্বত তৈরি হবে, তার উচ্চতাও হবে প্রায় ৮ হাজার মিটার। অর্থাৎ হিমালয়ের সমান। আর মুম্বাই শহর থাকবে সেই পর্বতের ঠিক পাদদেশে। অন্যদিকে মাদাগাস্কার আর মরিশাস দ্বীপ একসঙ্গে জুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানেও একটি ছোটোখাটো পর্বত গড়ে উঠতে পারে। তবে এই সবকিছু ঘটতেই এখনও ২০০ মিলিয়ন বছর লাগবে। ফলে, এক্ষুনি আশঙ্কিত বা উৎসাহিত না হলেও চলে!
আরও পড়ুন
সমুদ্র থেকে প্লাস্টিক সরাবে পৃথিবীর ‘অষ্টম’ মহাদেশ
Powered by Froala Editor
আরও পড়ুন
গন্ডোয়ানা ল্যান্ডের আগেও ছিল পৃথক মহাদেশ? সম্ভাবনা উস্কে দিলেন দুই বাঙালি