পরিবেশ বাঁচাতে ‘নিম’ দাওয়াই, নিউ টাউনে তৈরি হচ্ছে নতুন পার্ক

যত দিন যাচ্ছে, ধোঁয়া-ধুলোয় ঢেকে যাচ্ছে পরিবেশ। দূষণের সূচক অনুযায়ী কলকাতাও যে ভালো অবস্থায় নেই, সেটা নানা সময় উঠে এসেছে। এবার সেসব মোকাবিলার জন্যই নয়া উদ্যোগ নেওয়া হল শহরের বুকে। দূষণ রোধে নিউ টাউনে বিপুল পরিমাণে নিম গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন
বিপ্লবীর পরামর্শে শুরু প্রকাশনা, শতবর্ষের দোরগোড়ায় কলকাতার ডি এম লাইব্রেরি

নিউ টাউন অ্যাকশান এরিয়া ২-এর আওতায় থাকা ১৪ নম্বর ট্যাঙ্কের কাছেই তৈরি করা হবে এই ‘নিম বনানী’। নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ (এনকেডিএ) এই নতুন পার্ক তৈরির দায়িত্ব নিয়েছেন। আপাতত প্রাথমিক ধাপে প্রায় ৬৫০টি নিম গাছের চারা লাগানো হয়েছে। পরে ধীরে ধীরে এদের পরিমাণ বাড়ানো হবে। নিউ টাউনের অন্যান্য জায়গাতেও এই কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন এনকেডিএ কর্তৃপক্ষ। তবে শুধু নিউ টাউন অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নেই এই কাজ। দূষণ নিয়ন্ত্রণের জন্য কলকাতার প্রতিটি ওয়ার্ডেই নিমগাছ লাগানোর কথা জানিয়েছে কলকাতা পুরসভা।

আরও পড়ুন
১৫ বছর পর আবারও কলকাতার রাস্তায় দোতলা বাস, অপেক্ষায় শহরবাসী

কলকাতায় তো বটেই, নিউ টাউনেও লম্বা গাছের সংখ্যা খুব বেশি নয়। নিউ টাউন তুলনামূলক ভালো জায়গায় থাকলেও, নিম গাছের অভাব লক্ষ্যণীয়। কিন্তু দূষণ নিয়ন্ত্রণে এই গাছের বিশেষ ভূমিকা রয়েছে বলে মনে করেন পরিবেশবিদরা। একটি পর্যায় পর্যন্ত বাতাসের ধূলিকণা নিয়ন্ত্রণ তো করেই; সেই সঙ্গে ক্ষতিকারক গ্যাসগুলিকেও শোষণ করে। ঠিক এই কারণেই প্রাচীন আমল থেকেই রাস্তার ধারে লম্বা নিম গাছ লাগানো হত। সেই পদ্ধতিকেই আবারও ফিরে আসতে চলেছে কলকাতা-নিউ টাউনে। ক্রমশ বেড়ে চলা দূষণ কমাতে যেকোনো ছোটো ছোটো পদক্ষেপকেই এখন স্বাগত জানানোর সময়। যে করেই হোক, পরিবেশকে বাঁচাতে হবে। তা হলে বাঁচব আমরাও।

More From Author See More

Latest News See More