কীভাবে তৈরি হয় ষড়যন্ত্র তত্ত্বের ভাষ্য? জানাল আন্তর্জাতিক সমীক্ষা

বছর দুয়েক আগের কথা। গোটা বিশ্ব সে-সময় ত্রস্ত করোনাভাইরাসের দাপটে। এমন সময় ছড়িয়ে পড়ে আশ্চর্য এক সংবাদ। এই মহামারীর পিছনে নাকি রয়েছে ধনকুবের বিল গেটসের হাত। এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নাকি বহু আগে থেকেই করে রেখেছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। শুধু তাই নয়, কোথাও আবার করোনা মহামারীর সঙ্গে যোগসূত্র স্থাপন করা হয়েছিল জন এফ কেনেডির হত্যাকাণ্ড বা বিশ্বের ওষুধ নির্মাণ সংস্থাগুলির। 

এ-সব সংবাদের যে কোনো প্রকৃত ভিত্তি নেই, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। এ-সবই আসলে ষড়যন্ত্র তত্ত্ব বা কনস্পিরেসি থিওরি (Conspiracy Theory)। কিন্তু কীভাবে জন্ম নেয় কনস্পিরেসি থিওরি? তার পিছনের দর্শনই বা কী? এবার এই আশ্চর্য প্রশ্নের উত্তর খুঁজলেন ইউনিভার্সিটি অফ ওয়ারউইকের গবেষকরা। প্রথমবারের জন্য প্রকাশিত হল ষড়যন্ত্র তত্ত্বের ওপর করা কোনো বিস্তারিত গবেষণাপত্র। সবমিলিয়ে এই সমীক্ষায় বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করা হয়েছিক সহস্রাধিক কনস্পিরেসি থিওরিস্টের লেখা প্রবন্ধ এবং তাতে উল্লেখিত তথ্যসূত্র। 

গবেষকদের মতে, কনস্পিরেসি থিওরিও একধরনের গবেষণা। প্রচলিত গবেষণার ক্ষেত্রে যেভাবে বিভিন্ন অন্যান্য গবেষণা, পূর্ব-প্রকাশিত গবেষণাপত্র এবং প্রচলিত সমীকরণের সাহায্য নিয়ে থাকেন বিজ্ঞানীরা, ঠিক সেভাবেই প্রচলিত বা বাজার চলতি একাধিক ষড়যন্ত্র তত্ত্ব এবং ভুল তথ্যকে প্রমাণ হিসাবে সামনে রেখেই লেখা হয় কনস্পিরেসি থিওরি। মূলধারার পাঠ্য বা বৈজ্ঞানিক প্রমাণকে সতর্কভাবেই এড়িয়ে যাওয়া হয় এ-সব ক্ষেত্রে। পাশাপাশি পাল্টা যুক্তিকেও সর্বতভাবে অগ্রাহ্য করেন কনস্পিরেসি থিওরিস্টরা। এমনকি তাঁদের ভাষ্যের মধ্যেও লুকিয়ে থাকে আধিপত্যশীল মানসিকতা।

সুপার কম্পিউটার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে একাধিক কনস্পিরেসি থিওরির কথন পদ্ধতি, ব্যাখ্যার ধরন এবং দর্শনের সঙ্গে প্রচলিত বৈজ্ঞানিক গবেষণার তুলনা করেছিলেন গবেষকরা। পৃথক করা হয়েছিল যুক্তি উপস্থাপনের পদ্ধতিকেও। সম্প্রতি সংশ্লিষ্ট গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘সায়েন্স অ্যাডভান্স’ পত্রিকায়।

ইউনিভার্সিটি অফ ওয়ারউইকের গবেষকদের অভিমত, কনস্পিরেসি থিওরি কোনো নতুন বিষয় নয়। কয়েকশো বছর ধরেই চলে আসছে তার রমরমা। তবে সাম্প্রতিক সময়ে ইন্টারনেটের সৌজন্যে যে-কোনো তথ্য ও নথি মানুষের হাতের মুঠোয় বিনাবাধায় চলে আসার ফলে, দ্রুত বিস্তারিত হচ্ছে ষড়যন্ত্র তত্ত্বের জাল। যার স্পষ্ট প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনেও…

Powered by Froala Editor

More From Author See More