ক্ষমা চেয়ে মাঝপথে থামালেন গান, বন্ধ হল চোখ, মঞ্চেই শেষ গায়কের জীবন

মঞ্চে বসে একমনে গিটার বাজিয়ে গান করে যাচ্ছেন বৃদ্ধ। দর্শকরাও ভিড় জমিয়েছেন সেই গান শুনতে। হঠাৎই গান থামালেন বৃদ্ধ। মাইকে শুধু বললেন, “আই অ্যাম সরি।” তারপরেই চিবুক নেমে এল বুকের ওপর। চোখও বন্ধ হয়ে গেল। ডাক্তাররা জানালেন, মারা গেছেন ওই বৃদ্ধ। গানের মধ্যে দিয়ে এভাবেই মৃত্যুকে পেলেন আমেরিকান গায়ক ডেভিড ওলনে।

ডাক্তারের রিপোর্ট অনুযায়ী, হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়। বড় রকমের হার্ট অ্যাটাক হয় মঞ্চেই। তৎক্ষণাৎ, মৃত্যু। ৭১ বছর বয়স হয়েছিল ডেভিডের। সোলো আর্টিস্ট হিসেবে ২০টিরও বেশি অ্যালবাম বের করেন তিনি। ন্যাশভিল সংরাইটার কমিউনিটির অন্যতম প্রধান একজনকে হারিয়ে স্বভাবতই শোকস্তব্ধ আমেরিকার সঙ্গীতমহল।

সান্টা রোজা বিচের ৩০এ সংরাইটার ফেস্টিভ্যালে গান গাইতে এসেছিলেন ডেভিড ওলনে। সেখানেই গান চলতে চলতেই মাঝপথে থেমে যান। দর্শকদের কাছে ক্ষমা চাওয়ার পরপরই মঞ্চেই শেষ হয় গায়কের জীবন। তাঁর কাজের মধ্যে, শ্রোতাদের মধ্যে, সর্বোপরি গানের মধ্যে দিয়েই মৃত্যুকে ছুঁয়ে নিলেন। মৃত্যু এমনই আশ্চর্যের; মৃত্যু এমনই আকস্মিক! সৃষ্টির মধ্যে দিয়েই কোনও কোনও সময় তাকে ছুঁয়ে ফেলেন স্রষ্টা। ডেভিড ওলনে সেটাই দেখিয়ে গেলেন।

More From Author See More