মৃত্যুমুখে দেশের দীর্ঘতম নদীই! সংকটে ইতালি

দৈর্ঘ্য মাত্র ৪০০ মাইল। অর্থাৎ, প্রায় সাড়ে ছ’শো কিলোমিটার। তা সত্ত্বেও পো (Po River) ইতালির (Italy) দীর্ঘতম এবং সবচেয়ে চওড়া নদী। এই নদীর বাণিজ্যিক ও ঐতিহাসিক গুরুত্বও কম নয়। প্রাচীন কাল থেকেই এই নদীপথেই বাণিজ্যতরী পাড়ি দিত অ্যাড্রিয়ান সাগরে। তবে আজ এই নদীকে চেনাই দায়। চড়া পড়ে গেছে তার গোটা উপত্যকায়। জলের ধারা ক্ষীণ। শুকনো নদী- উপত্যকায় ছড়িয়ে রয়েছে অসংখ্য নৌকা, স্টিমারের কঙ্কাল। 

হ্যাঁ, জলবায়ু পরিবর্তনের জেরে মৃতপ্রায় কোটিয়ান আল্পস থেকে জন্মানো এই নদী। বিগত ৭০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ খরার সাক্ষী ইতালি। ইতিমধ্যেই জলসংকট দেখা দিয়েছে গোটা ইতালিজুড়ে। পাঁচটি প্রদেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা। তবে খরার প্রভাবে পো-এর এহেন দুরাবস্থা রীতিমতো চিন্তিত করে তুলেছে পরিবেশবিদদের। 

সাধারণত এই নদী দিয়ে গড়ে ১৮০৫ ঘনমিটার জল প্রবাহিত হয় প্রতি সেকেন্ডে। বর্তমানে যা নেমে এসেছে মাত্র ১৪৫-এ। তাছাড়া পো-এর জলতলের গভীরতা কমেছে প্রায় ২৬ ফুট। আর সেই কারণেই জীর্ণ রূপ নিয়েছে পো। সংকীর্ণ হয়ে গেছে তার গতিপথ। তাতে একদিকে যেমন বিপাকে পড়েছেন স্থানীয় মৎস্যজীবীরা, তেমনই সেচকার্য বন্ধ হওয়ায় থমকে আছে জোয়ার-বাজরার ফলন। কিন্তু এক বছরের মধ্যেই কীভাবে এত শোচনীয় হয়ে উঠল ইতালির ‘কিং অফ রিভারস’-এর অবস্থা? 

আল্পসের পূর্ব প্রান্ত তথা কোটিয়ান রেঞ্জ থেকে উৎপত্তি এই নদীর। তাছাড়াও সবমিলিয়ে ১৪২টি উপনদী রয়েছে পো-এর। দেখতে গেলে, জুন মাসেই কানায় কানায় ভর্তি থাকে পো। কারণ, এই সময়টাতেই বরফ গলে আল্পসে। তবে গত শীতে আশঙ্কাজনকভাবেই কমেছিল তুষারপাতের মাত্রা। স্বাভাবিকের থেকে প্রায় ৩ গুণ কম বরফ পড়েছিল আল্পসে। আর সেই কারণেই চলতি গ্রীষ্মে জলপ্রবাহে দেখা দিয়েছে ঘাটতি। পাশাপাশি অস্বাভাবিকভাবে তাপমাত্রা বৃদ্ধির কারণে দ্রুত বাষ্পীভূত হচ্ছে নদীর জলও। 

আরও পড়ুন
পাইলটের চাকরি ছেড়ে পরিবেশকর্মী, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই ব্রিটিশ তরুণের

যদিও পো-এর এই অবস্থার পিছনে দায়ী মানুষও। বিশ শতকের মাঝামাঝি সময় থেকেই পো-এর উপকূলবর্তী অঞ্চলে গড়ে উঠেছে একাধিক কল-কারখানা ও তাপবিদ্যুৎ কেন্দ্র। যার জেরে ক্রমশ উষ্ণতা বেড়েছে গোটা অঞ্চলটার। বেড়েছে কার্বন নির্গমনের হার। তাছাড়াও নদীর জলে ক্রমাগত মিশেছে নানা ধরনের দূষক। পারতপক্ষে যা রুক্ষ করে তুলেছে আঞ্চলিক জলবায়ুকে। খরার শিকার না হলেও, প্লাস্টিক ও রাসায়নিক দূষণের জেরে পো-র বাস্তুতন্ত্র ভয়াবহভাবে বিপর্যস্ত। সম্প্রতি একটি পৃথক গবেষণা জানাচ্ছে এমনটাই। 

আরও পড়ুন
কারখানার দূষণে টকটকে লাল জল, প্রতিবাদে পথে উলুবেড়িয়ার পরিবেশকর্মীরা

সবমিলিয়ে প্রায় ৮০ হাজারেরও বেশি মানুষ শিকার এই দুরাবস্থার। তাছাড়াও বিপর্যন্ত সেখানকার বাস্তুতন্ত্র। মাছ ছাড়াও, পো-র উপকূলবর্তী অঞ্চলে পাওয়া যায় অসংখ্য প্রজাতির প্রজাপতি ও কীট-পতঙ্গ। বিপন্ন তারাও। পরবর্তী শীতে আদৌ কি ফিরবে এই নদীর হাল? নিশ্চিত করে এখনও কিছু বলতে পারছেন না ইতালির পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা…

Powered by Froala Editor

More From Author See More