দেখা নেই পর্যটকের, ১ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দার্জিলিং-এর হোটেলগুলি

দী-পু-দা, বাঙালির সবচেয়ে প্রিয় ঘোরার জায়গা বললে এই তিনটে নামই উঠে আসে। বিশেষ করে ‘দা’, অর্থাৎ দার্জিলিংয়ের কথা। ঠান্ডা, পাহাড় ঘেরা জায়গা, টাইগার হিলসের দৃশ্য আর গরম গরম চা অথবা হট চকোলেট— লকডাউনের মাঝে সেসব ছবি মনে করে কষ্টে কাটছিল অনেকের। বিধি নিষেধ একটু শিথিল হতেই সেখানে যাবার ভাবনাও ভেবে ফেলেছিলেন কেউ কেউ। কিন্তু তার মধ্যেই শোনা গেল দুঃসংবাদ। পয়লা জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য দার্জিলিংয়ের হোটেলগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। এর জেরে অনিশ্চয়তার মুখে পড়ল বহু পরিবার।

দার্জিলিং টাউনে অন্তত ৩৮০টি হোটেল প্রতি বছর পর্যটকদের জন্য অপেক্ষা করে। শুধু রাজ্যেরই নয়, দেশ-বিদেশ থেকে লোকেরা ভিড় জমাত এখানে। পর্যটন শিল্পের হাত ধরে পেট ভরত একটা বড়ো অংশের মানুষের। কিন্তু লকডাউন সেই সবে ঘা মেরেছে। পর্যটন শিল্প থেমে আছে এখনও। করোনার আতঙ্কে কেউ কোথাও যেতেও পারছেন না। আর সেখানেই সমস্যায় পড়েছেন এই হোটেলের মানুষগুলো। আগে এই সময়টায় দার্জিলিং ভিড়ে জমজমাট থাকত। কিন্তু এখন সবটা খাঁ খাঁ করছে…  

সেই জায়গা থেকেই সমস্ত হোটেল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল দার্জিলিং হোটেল অনার’স অ্যাসোসিয়েশন। আগামী পয়লা জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। হাতে গোনা এক দুজন স্থানীয় পর্যটকদের জন্য হোটেল খুলে রাখতে চাইছেন না তাঁরা। এর ফলে আরও মার খাবে সেখানকার জীবন। অন্তত ১০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হবে এর ফলে। কিন্তু কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, সেটাও ঠিক করে কেউ বলতে পারছেন না। এমন অবস্থায় এই কঠিন সিদ্ধান্ত নিতেই বাধ্য হলেন তাঁরা।   

Powered by Froala Editor