বাস্তব ‘গডজিলা’-র জীবাশ্ম উদ্ধার মেক্সিকোয়, বয়স ৩০ কোটি বছর

গডজিলা শুনলেই মনের মধ্যে ভেসে ওঠে অতিকায় এক কল্পবিজ্ঞানের দানবের ছবি। জল-স্থল উভয় ক্ষেত্রেই অবাধ বিচরণ তার। সিনেমার দৌলতে সকলেই অল্প-বিস্তর পরিচিত এই কল্পবিজ্ঞানের গল্পের সঙ্গে। কিন্তু পৃথিবীর বুকে কখনও কি হেঁটে বেড়িয়েছে এমন প্রাণী? থেকে যায় এই প্রশ্নই। এবার উত্তর খুঁজে পেলেন বিজ্ঞানীরা। মেক্সিকোয় খুঁজে পাওয়া গেল ‘গডজিলা’-র জীবাশ্ম। না, যা ভাবছেন তেমনটা নয়। এই ‘গডজিলা’ আসলে পৃথিবীর বুক থেকে হারিয়ে যাওয়া এক হাঙরের প্রজাতি।

২০১৩ সালের কথা। মেক্সিকোর আলবুকার্কের কাছে একটি সাইটে খনন করছিলেন নৃতাত্ত্বিক স্নাতক পল হডনেট। নিউ মেক্সিকোর এই অঞ্চলে প্রায়শই খুঁজে পাওয়া যায় বিভিন্ন ডাইনোসরের জীবাশ্ম। লক্ষ্য ছিল সেটাই। তবে কেঁচো খুঁড়তে গিয়েই বেরিয়ে এল সাপ। অপ্রত্যাশিতভাবেই তিনি খুঁজে পান চোয়ালের একটি জীবাশ্ম। বয়স আনুমানিক ৩০ কোটি বছর। অবাক হয়ে গিয়েছিলেন হডনেট। কারণ, সেই চোয়ালে সজ্জিত রয়েছে ১২ সারি দাঁত। প্রতিটিই বল্লমের মতো ধারালো। আয়তনে প্রায় ইঞ্চি খানেক। হডনেটের বুঝতে অসুবিধা হয়নি, যে এই জিনিস ডাইনোসরের নয়। 

আরও বেশ কিছুদিন পরে উদ্ধার করা হয়েছিল গোটা জীবাশ্মটি। সেটি মূলত একটি হাঙরের। তবে আজকের বা সেই সময়কার অন্যান্য হাঙরের তুলনায় একাবারেই ভিন্ন চরিত্র তার। আয়তন মোটামুটি সাত ফুট। পিঠে রয়েছে আড়াই ফুট দীর্ঘ পাখনা। দেহের আয়তনের তুলনায় যা অনেকটাই বড়ো। আর এমন শারীরিক গঠনের জন্যই প্রাথমিকভাবে তার নাম দেওয়া হয়েছিল ‘গডজিলা শার্ক’।

বিগত সাত বছর ধরেই চলেছে বিস্তারিত গবেষণা। অন্য কোনো প্রজাতির সঙ্গে মিল রয়েছে কিনা, তা নিয়েও চলেছে অনুসন্ধান। শেষ পর্যন্ত সম্প্রতি এই বিলুপ্ত হয়ে যাওয়া প্রজাতিকে স্বীকৃতি দিয়েছে নিউ মেক্সিকো মিউজিয়ামের বুলেটিন। চলতি সপ্তাহে সেখানেই প্রকাশিত হয় গবেষণাপত্রটি। গবেষকরা জানাচ্ছেন আজ থেকে ৬ কোটি বছর পূর্বেই অবলুপ্তির শিকার হয়েছে গডজিলা হাঙর। তার আগে ৩৯ কোটি বছর ধরে জলের তলায় রাজত্ব করত এই প্রাণীটি। গবেষকদের বিশ্বাস উপকূলবর্তী অগভীর জলেই বসবাস করত এই জল-দানব। মাছ এবং অন্যান্য সরীসৃপদের শিকার করেই বেঁচে থাকত তারা। 

আরও পড়ুন
উটেদের জন্য ট্রাফিক সিগন্যাল, প্রাণী সুরক্ষায় পথ দেখাচ্ছে চিন

প্রাগৈতিহাসিক প্রাণীদের নিয়ে মানুষের উত্তেজনার শেষ নেই। এক্ষেত্রেও অন্যথা হয়নি তার। রীতিমতো সাড়া পড়ে গেছে বাস্তবের এই ‘গডজিলা’-কে নিয়ে। বলা যেতে পারে না, আগামীতে হয়তো বছর কয়েকের মধ্যে সেলুলয়েড পর্দাতেও গেস্ট অ্যাপিয়ারেন্সে দেখা যেতে পারে তাকে…

আরও পড়ুন
বিগত ১০ বছরে ভারতে হিংস্রতার শিকার ৫ লক্ষ প্রাণী

Powered by Froala Editor

আরও পড়ুন
আন্টার্কটিকার গভীরে, -২ ডিগ্রি সেলসিয়াসে সন্ধান মিলল নতুন প্রাণীর

More From Author See More