প্রয়াত ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা

বিশ্বজুড়ে ফুটবল জগতে নামল শোকের ছায়া। এ যেন এক ট্র্যাজেডি। বিশ্ব ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা যে আর নেই পৃথিবীতে তা অবিশ্বাস্য। আর্জেন্টিনার তো বটেই সারা বিশ্বের সর্বকালীন সেরা ফুটবলার হিসাবে পরিগণিত কিংবদন্তী চলে গেলেন ৬০ বছর বয়সে। কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্টে আক্রান্ত হয়ে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। শেষ হল ফুটবলের ইতিহাসে ম্যাজিকের একটি অধ্যায়।

সপ্তাহ তিনেক আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন ফুটবলের রাজপুত্র। ভর্তি করা হয়েছিল আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের একটি হাই-প্রোফাইল হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছিলেন মস্তিষ্কে জমাট বেঁধে রক্ত। হয়েছিল অস্ত্রোপচার। তবে তাতে সাড়া মিলছিল তাঁর থেকে। দ্রুত লড়াই করেই আবার ফিরে আসবেন তিনি, আশাবাদী ছিলেন চিকিৎসকরাও। ছিলেন বিশেষ মেডিক্যাল টিমের রুটিন চেক-আপের মধ্যেই। তবুও শেষ রক্ষা হল না। জীবনের মাঠ থেকে বিদায় নিলেন কিংবদন্তী।

বিগত কয়েক বছর ধরেই  শারীরিক অসুস্থতা যেন পিছু ছাড়ছিল না মারাদোনার। দু-দুটি হারট অ্যাটাক, গ্যাসটিক সার্জারি, ডায়াবেটিস— বাদ ছিল না কিছুই। তার ওপরেই মস্তিষ্কে রক্তক্ষরণ, হেমাটোমা সার্জারি। এতটা ধকল হয়তো সহ্য করতে পারলেন না প্রাক্তন আর্জেন্টাইন অধিনায়ক। বুধবার হাসপাতালে থাকাকালীনই হার্ট অ্যাটাক হয় বলে জানান তাঁর আইনজীবী। 

কিংবদন্তির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বিশ্বের ফুটবল মহলে। শোকস্তব্ধ অনুরাগীরাও। ১৯৮৬-এর সেই দাপুটে গোলদাতা এভাবেই নিঃশব্দে বিদায় নেবেন, তা যেন ছিল কল্পনাতীত। তবে সত্যিই কি বিদায় নিলেন তিনি? রেখে গেলেন তৈরি করা হাজার হাজার কিংবদন্তিকে, ইতিহাস আর অভ্যুত্থানকে, ফুটবলের জাদুকে। স্মৃতির সেসব শরিকের মধ্যেই আজীবন বেঁচে থাকবেন তিনি। মারাদোনার ‘দৌড়’-এর কোনো শেষ নেই যে। মৃত্যু হয় না ঈশ্বরের...

Powered by Froala Editor

More From Author See More