ভারতের প্রথম করোনা ভ্যাকসিন প্রস্তুত, নাম ‘কোভ্যাকসিন’, শীঘ্রই শুরু হবে ট্রায়াল

করোনার হাত থেকে কী করে রক্ষা পাব আমরা, কী করে বাঁচবে মানুষ— এসব নিয়ে চিন্তায় সবাই। ডাক্তার থেকে গবেষক— সবাই নিজের নিজের কাজটুকু করে যাচ্ছেন জোর কদমে। করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিষেধক তৈরির জন্য সমস্ত রকম চেষ্টা করছেন তাঁরা। সেই রাস্তাতেই সাফল্য মিলল ভারতে। দেশের প্রথম কোভিড প্রতিরোধী ভ্যাকসিন তৈরির দাবি করল ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা।

হায়দ্রাবাদের সংস্থা ভারত বায়োটেক বিগত বেশ কয়েকদিন ধরে করোনার ভ্যাকসিন নিয়ে গবেষণা করছিল। এই সংস্থার সঙ্গে ছিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এবং ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিও। সেই গবেষণার ফসল হিসেবেই তাঁরা নিয়ে এসেছেন ‘কোভ্যাকসিন’। নতুন তৈরি হওয়া এই ভ্যাকসিনটি করোনা প্রতিরোধে সাহায্য করবে বলে দাবি ভারত বায়োটেকের। এইরকম দাবি এর আগেও বেশ কিছু সংস্থা করেছিল। তবে এবার চিকিৎসকরা একটু আশান্বিত হচ্ছেন… 

এই আশার কারণ, ‘কোভ্যাকসিন’ ইতিমধ্যেই প্রি-ক্লিনিকাল স্টেজে সাফল্য পেয়েছে। এবং যে তথ্য তাঁরা পেশ করেছেন সেটা পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজির। এছাড়াও যে বিশেষ ভাইরাস স্ট্রেইনটা ভারতে বেশি প্রভাব ফেলেছে, সেই স্ট্রেইনটাকে নিয়েই এঁরা গবেষণা করেছেন। এটাই আলো দেখাচ্ছে দেশের গবেষক-চিকিৎসকদের। আরও বড়ো খবর, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফ থেকে ছাড়পত্রও পেয়ে গেছে এই ভ্যাকসিন। এখন দুটো পর্যায়ে হিউম্যান ট্রায়াল শুরু হবে। সব ঠিক থাকলে জুলাই থেকেই শুরু হয়ে যাবে এই ট্রায়াল। যার ওপর ভিত্তি করে আরও ভালো কোনো খবর পেতে পারি আমরা। আপাতত সেইদিকে তাকিয়েই গোটা দেশ। 

Powered by Froala Editor