শিক্ষাক্ষেত্রে আবার সাফল্য, বাংলার বিশ্ববিদ্যালয়ের মুকুটে কিউএস আইগজ ই-লিড পুরস্কার

করোনা পরিস্থিতিতে শুধু ভারত নয়, সমগ্র বিশ্বেই শিক্ষা পদ্ধতির একটা বদল হয়েছে। যেহেতু স্কুল কলেজ বন্ধ, তাই অনলাইন মাধ্যমেই চলছে যাবতীয় ক্লাস। এমনকি, কিছু ক্ষেত্রে পরীক্ষাও অনলাইনে নেওয়া হচ্ছে। ভারতের অনেক শিক্ষা প্রতিষ্ঠানই এমনটা করছেন। এবার সেখানেই উল্লেখযোগ্য সাফল্য পেল বাংলা। ই-লার্নিংয়ের ক্ষেত্রে এই বছরের কিউএস আইগজ ই-লিড পুরস্কার পেল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়।

করোনা পরিস্থিতি ডিজিটাল মাধ্যমকে এক ঝটকায় সামনে এনে দিয়েছে। শুধু কাজকর্মই নয়, পড়াশোনার ক্ষেত্রেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই মাধ্যমকে এখন বেছে নিয়েছে। তবে সেখানেও নানা দিক আছে। কীভাবে পড়ানো হচ্ছে, অনলাইন মাধ্যমকে কীভাবে ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তোলা হচ্ছে সেই সমস্ত কিছুই গুরুত্বপূর্ণ। আর এই দিকগুলোই দেখা হয় কিউএস আইগজ পুরস্কারে। শুধু ভারতেই নয়, গোটা পৃথিবীজুড়েই শিক্ষন পদ্ধতির মূল্যায়ন করে এই সংস্থা। বিশেষ করে ই-লার্নিংয়ের ক্ষেত্রেই বেশি দৃষ্টি দেন। আর সেখানেই দেশের সেরা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। পশ্চিমবঙ্গের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে এটি জায়গা করে নিয়েছে। এছাড়াও পূর্ব ভারত থেকে ভুবনেশ্বর কেআইআইটি এবং আসামের রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি এই তালিকায় জায়গা করে নিয়েছে। 

লকডাউন শুরু হবার পর থেকেই অনলাইন মাধ্যমের ওপর প্রবল জোর দেওয়া শুরু করেছিল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। ওয়েবিনারের পাশাপাশি বহু নতুন উদ্যোগ নেওয়া হয়। পড়ুয়া থেকে শিক্ষক সবাই ই-লার্নিংয়ে যুক্ত হয়েছিলেন। তারই পুরস্কার পেল এই বিশ্ববিদ্যালয়। ভবিষ্যতে এই অনলাইন পদ্ধতি নিয়ে আরও কিছু ভাবনা ও পরিকল্পনা আনা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

Powered by Froala Editor