করোনার বিরুদ্ধে লড়াই, দক্ষিণ আফ্রিকায় ২১৬ জন ডাক্তার-স্বাস্থ্যকর্মী পাঠাল কিউবা

দীর্ঘ কয়েক দশকের শত্রুতা ও চাপানউতোর সরিয়ে রেখে, আমেরিকার পাশে আগেই দাঁড়িয়েছিল কিউবা। একদিকে পুঁজিবাদী আমেরিকা আর অন্যদিকে কমিউনিস্ট রাষ্ট্র কিউবা, এই দুই দেশের রাজনৈতিক তরজার সাক্ষী থেকেছে সারা পৃথিবী। গুপ্ত আক্রমণ বা ষড়যন্ত্র, কিছুই বাদ যায়নি। কিন্তু সংকটের সময়ে সেসব ভুলে বিভিন্ন দেশের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে কিউবা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ২১৬ জন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর একটি দল পাঠাল তারা।

ল্যাটিন আমেরিকার ছোটো এই দেশটি সামরিক দিক থেকে তেমন শক্তিশালী না হলেও বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিষেবার অধিকারী। আর করোনা মহামারীর পরিস্থিতিতেও ইতিমধ্যে পৃথিবীর ৬০টি দেশে সর্বমোট ৩০,০০০ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী পাঠিয়েছে কিউবা। তার মধ্যে যেমন আছে আফ্রিকা ও এশিয়ার নানা দেশ, তেমনই আছে ফ্রান্স বা স্পেনের মতো দেশও।

রাজনৈতিক বিতর্ক হয়তো বজায় থাকবে এর পরেও। তবে সাধারণ মানুষের নিরাপত্তা তো সবার আগে। আর বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়ানোর দায়িত্বও সকলের। করোনার দিনগুলিতে এমনই অনেক মানবিক উদ্যোগের সাক্ষী থাকছে পৃথিবী। এই ঘটনাগুলোই হয়তো প্রমাণ করে দিতে পারে, সংকীর্ণ রাজনীতির কাছে মানবতা এখনও হেরে যায়নি। এভাবেই হাতে হাত রেখে এই দুঃসময় পেরিয়ে যেতে পারব আমরা।

Latest News See More