নেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে 'নিখোঁজ' চিনের টেনিস তারকা

কেটে গেছে বেশ কয়েকদিন। এখনও তাঁকে নিয়ে উত্তাল গোটা বিশ্ব। কথা হচ্ছে চিনের আন্তর্জাতিক টেনিস (Tennis) তারকা পেং শুইকে (Peng Shuai) নিয়ে। সম্প্রতি তাঁকে নিয়েই তোলপাড় পড়ে গেছে টেনিস দুনিয়ায়। কেননা, চাঞ্চল্যকরভাবে হঠাৎই নিখোঁজ হয়েছেন তিনি। আর তার পিছনে হাত রয়েছে চিন প্রশাসনেরই। এমন সম্ভাবনাই ঘনীভূত হচ্ছে ক্রমশ। কিন্তু কী কারণে হঠাৎ তাঁর ওপর নেমে এল রাজনৈতিক রোষ?

কয়েকদিন আগের কথা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে একটি বার্তা প্রকাশ করেন পেং। চিনের কমিউনিস্ট পার্টির এক শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগ আনেন যৌন নির্যাতনের। আর সেই ব্যক্তি আর কেউ নন চিনের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ঝাং গাওলি। বিগত কয়েক বছর ধরে তিনি জোরপূর্বক বিবাহ বহির্ভূত সম্পর্কে থাকতে বাধ্য করেছেন পেংকে। এমনটাই দাবি করেন চিনের অন্যতম টেনিস তারকা।

প্রকাশ্যে এই অভিযোগ করার পর থেকেই নিখোঁজ পেং শুই। সংশ্লিষ্ট চৈনিক সোশ্যাল মিডিয়া সাইটটি থেকে মুছে দেওয়া হয়েছে তাঁর বার্তা। এমনকি চিনে ব্যবহৃত সার্চ ইঞ্জিনেও খুঁজলে দেখতে পাওয়া যাচ্ছে না তাঁর নাম। ইন্টারনেট থেকে সরিয়ে ফেলা হয়েছে অসংখ্য রেফারেন্স। চিনে পেং-এর জনপ্রিয়তা কম নয়। একসময় বিশ্বের ডবলসের শীর্ষস্থানে থাকা পেং-এর ঝুলিতে রয়েছে গ্র্যান্ড স্ল্যামও। তারপরেও রাতারাতি তাঁর বিরুদ্ধে এত বড়ো পদক্ষেপ রাজনৈতিক মহলের মদত ছাড়া সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

তবে এখানেই শেষ নয়। চিনে ব্যবহৃত সোশ্যাল মিডিয়ায় যেকোনো পোস্টে ‘টেনিস’ শব্দটি থাকলেই সেটিকে ব্লক করছে কর্তৃপক্ষ। তবে চিনের প্রশাসন এখনও পর্যন্ত মুখ খোলেনি বিষয়টি নিয়ে। আলাদা করে বসানো হয়নি কোনো তদন্ত কমিশনও। কেবলমাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সামনে ঝাং গাওলি অস্বীকার করেছেন সংশ্লিষ্ট অভিযোগটি। সোশ্যাল মিডিয়া থেকে সংশ্লিষ্ট অভিযোগটি সরিয়ে ফেলা সত্ত্বেও সেই পোস্ট রীতিমতো ভাইরাল হয় আন্তর্জাতিক স্তরে। প্রতিবাদে সামিল হন একের পর এক বিশ্বমানের অ্যাথলিট। আর তারপরেই ঘটে যায় আরও একটি আশ্চর্যজনক ঘটনা। 

আরও পড়ুন
যৌনপল্লীর জীবন থেকে চলচ্চিত্র জগতে পুরস্কারপ্রাপ্তি, রোমাঞ্চকর জীবন নলিনী জামিলার

গত বুধবার চিনের রাষ্ট্রীয় মিডিয়া সিজিটিএন প্রকাশ্যে আনে পেং শুইয়ের একটি ইমেল। সেই ইমেলে পেং দাবি করেন, তিনি ও তাঁর পরিবার সুস্থ আছেন। সব কিছু স্বাভাবিক রয়েছে বর্তমানে। তবে সবথেকে চাঞ্চল্যকর বিষয় হল, পেং দাবি করেন গাওলির বিরুদ্ধে করা তাঁর অভিযোগ আসলে মিথ্যা। এই ইমেল ঘিরেই আরও যেন ঘনীভূত হচ্ছে রহস্য। আদৌ কি এই ইমেলের প্রেরক পেং? নাকি সবটাই সাজানো, চিন সরকারের উপস্থাপন করা? আদৌ কি ঠিক আছেন তিনি? সন্দেহ দানা বাঁধছে সকলের মনেই।

আরও পড়ুন
২ লক্ষাধিক শিশুর যৌন নিগ্রহ গির্জায়! তদন্তে তোলপাড় ফ্রান্স

এরই মধ্যে মহিলাদের আন্তর্জাতিক টেনিস সংস্থা ডব্লুটিএ জানিয়েছে, পেং-এর হদিশ না পাওয়া পর্যন্ত কোনোরকম আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট আয়োজিত হবে না চিনে। স্থগিতাদেশ জারি করা হয়েছে পূর্বনির্ধারিত প্রতিযোগিতাগুলির ওপরও। তা সত্ত্বেও কোনোরকম প্রতিক্রিয়া নেই চিনের ক্রীড়ামন্ত্রকের। পেং-এর বর্তমান অবস্থা নিয়ে চিন্তিত জকোভিচ থেকে সেরেনা উইলিয়াম— সকলেই। প্রতিবাদে একজোট হয়েছেন টেনিস ফেডারেশনের সদস্যরাও। প্রশ্ন থেকে যাচ্ছে, বৈশ্বিক চাপের পরেও কি সুবিচার পাবেন পেং? জানা নেই উত্তর…

আরও পড়ুন
জার্মানির ডক-লিপজিগ তালিকায় কালীঘাটের যৌনপল্লি নিয়ে তৈরি সিনেমা

Powered by Froala Editor