বৃক্ষচ্ছেদন রুখতে গাছের গায়ে ভগবানের ছবি সাঁটা ছত্তিশগড়ে

অরণ্যের বুক চিরে চলে গিয়েছে কাঁচা রাস্তা। আর রাস্তার দু-ধারে সারি সারি গাছ। এতে অবাক হওয়ার কিছু নেই। অবাক করা বিষয় হল, প্রতিটা গাছের গায়ে সাঁটানো পোস্টার। না, কোনো প্রতিবাদী স্লোগান লেখা নেই তাতে। তার বদলে আছে কেবল ভগবান শিবের ছবি। বনের গাছগুলোকে বাঁচাতে এমনই অভিনব রাস্তা বেছে নিয়েছেন ছত্তিশগড়ের পরিবেশকর্মী বীরেন্দ্র সিং।

কয়েক বছর আগেই তারাউদ থেকে দইহান গ্রাম পর্যন্ত রাস্তা সম্প্রসারণের প্রকল্প ঘোষণা করে ছত্তিশগড়ের পিডব্লিউডি বোর্ড। অথচ গ্রামবাসীদের দাবি, তাঁদের আদৌ প্রশস্ত রাস্তার কোনো প্রয়োজন নেই। বরং যে রাস্তা আছে, তাই উপযুক্ত রক্ষণাবেক্ষণের মধ্যে রাখলে খুশি তাঁরা। কিন্তু সরকারি প্রকল্প ঘোষণা হয়ে গেলে তা আটকানো তো সহজ কথা নয়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বীরেন্দ্র সিং জানিয়েছেন, গ্রামবাসীরা এই প্রকল্পের কথা জানতে পেরেই চিপকো আন্দোলনের ডাক দেয়। সাময়িকভাবে গাছ কাটা বন্ধ করা গেলেও প্রকল্প বাতিল হয় না। এই সময় আরও এক অভিনব আন্দোলনের রাস্তা বেছে নিয়েছিলেন তাঁরা। প্রতিটা গাছের গায়ে রাখি বেঁধে দিয়েছিলেন গ্রামবাসীরা। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছিল সেই প্রতিবাদের ছবি। কিন্তু তাতেও টনক নড়েনি প্রশাসনিক কর্তাদের।

অবশেষে শেষ চেষ্টা হিসাবে ভগবান শিবকেই বেছে নিয়েছেন বীরেন্দ্র সিং। তাঁর বিশ্বাস, নিছক ধর্মবিশ্বাসের কারণেই এই গাছগুলি কাটতে চাইবেন না কর্মীদের অনেকে। পিডব্লিউডি কর্তৃপক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, রাস্তা সম্প্রসারণের জন্য সর্বমোট মাত্র ২৯০০টি গাছ কাটবেন তাঁরা। কিন্তু বীরেন্দ্র সিং ও অন্যান্য গ্রামবাসীদের আশঙ্কা, এই প্রকল্পের কারণে অন্তত ২০ হাজার গাছের অস্তিত্ব হারিয়ে যাবে। আর তাতে সামগ্রিক অরণ্যের বাস্তুতন্ত্র ভীষণভাবে সংকটের মুখে পড়বে। উন্নয়ন হোক, কিন্তু কোনোভাবেই পরিবেশের বিনিময়ে উন্নয়ন চান না তাঁরা।

এই মুহূর্তে সারা পৃথিবীজুড়েই অন্যতম আলোচিত বিষয় পরিবেশ সমস্যা। গত এক দশক ধরে একের পর এক পরিবেশ আন্দোলনের সাক্ষী থেকেছে ভারত। আর তার অধিকাংশই কোনো না কোনো সরকারি প্রকল্পের বিরুদ্ধে জন্ম নিয়েছে। উন্নয়নের যূপকাষ্ঠে রোজ একটু একটু করে হারিয়ে যাচ্ছে প্রকৃতি। আর তার ফল ভুগতে হচ্ছে মানুষকেই। বীরেন্দ্র সিং-এর দাবি, ছত্তিশগড়ের সামগ্রিক জলবায়ুও এর মধ্যে অনেকটাই বদলে গিয়েছে। এমনকি জুলাই মাসের শেষের সেখানে বর্ষা নামেনি। এই পরিস্থিতিতে নতুন করে পরিবেশ ধ্বংস করা আত্মহত্যারই নামান্তর। এই আন্দোলন সফল হবে কিনা জানা নেই। কিন্তু বীরেন্দ্র সিং-এর এই উদ্যোগ পরিবেশ আন্দোলনে এক নতুন মাত্রা যোগ করেছে, তাতে সন্দেহ নেই।

আরও পড়ুন
গাছেদের জন্য বিশেষ অ্যাম্বুলেন্স কলকাতায়

Powered by Froala Editor

আরও পড়ুন
দিল্লিতে মেট্রো সম্প্রসারণ, কাটা পড়ছে সহস্রাধিক গাছ