কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের নামকরণ ভারতীয় বিজ্ঞানীর নামে

বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে ভারতীয়দের অবদান কোনো বিচিত্র ঘটনা নয়। ইতিহাসে এমন হাজার সাক্ষী আছে। কিন্তু ইংল্যান্ডের বুকে কেমব্রিজ ইউনিভার্সিটির একটি বিভাগের নামকরণ যদি হয় কোনো ভারতীয়ের নামে, তাহলে অবাক লাগারই কথা। তবে সম্প্রতি এমন খবরই জানিয়েছে কেমব্রিজ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। আগামী ২০৫০ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের নাম থাকবে বিভাগের প্রাক্তনী ইউসুফ হামিদের নামে। আর বলা বাহুল্য, জন্মসূত্রে হামিদ একজন ভারতীয়।

সিপ্লা ফার্মাকিউটিক্যালসের কর্ণধার ইউসুফ হামিদ ১৯৫৪ সালে কেমব্রিজ ইউনিভার্সিটিতে রসায়ন বিভাগে ভর্তি হন। ভারতের এই মেধাবী ছাত্রটি সকলের নজর কেড়েছিলেন সেদিনই। তারপর থেকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক থেকে গিয়েছে আজ অবধি। কখনও অর্থসাহায্য হোক বা কখনও মেধাবী পড়ুয়াদের গবেষণার সুযোগ করে দেওয়া, কেমব্রিজ ইউনিভার্সিটির পাশে সবসময় দেখা গিয়েছে ইউসুফ হামিদকে। তাঁর কথায়, কেমব্রিজেই যে তাঁর শিক্ষার ভিত তৈরি হয়েছে।

ইতিমধ্যে এইডসের বিরুদ্ধে উন্নয়নশীল দেশগুলিতে স্বল্প মূল্যের ওষুধ পৌঁছে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে নজর কেড়েছেন হামিদ। এছাড়া নানা রোগের সহজলভ্য ওষুধ তৈরিতে বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সিপ্লা ফার্মাকিউটিক্যালস। বিজ্ঞান গবেষণায় অবদানের জন্য রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হওয়ার পাশাপাশি ২০০৫ সালে পেয়েছেন পদ্মভূষণ সম্মান। তবে কেমব্রিজ ইউনিভার্সিটির রসায়ন বিভাগের নাম একজন ভারতীয় বিজ্ঞানীর নামে হওয়া সত্যিই এক ঐতিহাসিক ঘটনা। আর ভারতীয়দের জন্য গর্বের তো বটেই।

Powered by Froala Editor