১২৬ বছরের ইতিহাসে এই প্রথম বাটার শীর্ষপদে কোনো ভারতীয়

আজও ভারতীয়দের কাছে জুতো বলতেই প্রথম পছন্দের তালিকায় থাকে ‘বাটা’। বিশ্বের ৭০টি দেশে তার ব্যবসা থাকলেও ভারতের বাজার সত্যিই গুরুত্বপূর্ণ। আর সেই গুরুত্বের প্রতিফলন ঘটল সোমবার বাটার আন্তর্জাতিক বোর্ডের মিটিং-এ। এই প্রথম বাটার আন্তর্জাতিক সিইও হিসাবে মনোনীত হতে চলেছেন কোনো ভারতীয়। বাটা ইন্ডিয়া লিমিটেডের সিইও পদ থেকে এবার আন্তর্জাতিক সিইও-র দায়িত্ব পালন করতে চলেছেন সন্দীপ কাটারিয়া।

২০১৭ সালে বাটা ইন্ডিয়া লিমিটেডের সিইও হিসাবে যোগ দেন সন্দীপ কাটারিয়া। তার আগে ইউনিলিভার, ইয়াম গ্রুপ এবং ভোডাফোনের মতো আন্তর্জাতিক সংস্থার ম্যানেজমেন্ট সামলেছেন তিনি। বাটা কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে, এই তিন বছরে ভারতে ব্যবসা বাড়ানোর কাছে সন্দীপ কাটারিয়া যথেষ্ট দক্ষতার পরিচয় রেখেছেন। এর মধ্যেই ভারত থেকে কোম্পানির মুনাফা প্রায় দ্বিগুন হয়েছে। এমনকি এই করোনা পরিস্থিতিতেও উৎপাদন এবং ব্যবসাকে ধরে রাখতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

সন্দীপ কাটারিয়ার এই পদোন্নতিতে শুভেচ্ছা জানিয়েছেন বাটা ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বিনী উইন্ডলাস। অন্যদিকে সন্দীপ কাটারিয়াও স্বাভাবিকভাবেই খুশি। তিনি জানিয়েছেন, বেশ কিছু প্রচারমূলক কাজের জন্যই ভারতে বাটার ব্যবসা সাফল্য পেয়েছে। আন্তর্জাতিক স্তরেও এমন বেশ কিছু পরিকল্পনা তাঁর আছে। অন্যদিকে ৫ বছর পর বাটার গ্লোবাল সিইও পদ থেকে বিদায় নিচ্ছেন অ্যালেক্সিস নাসার্দ। নিয়ম মেনেই এবার তাঁকে অবসর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কোম্পানি। ১৮৯৪ সাল থেকে জুতোর ব্যবসায় প্রায় রাজত্ব করে চলেছে বাটা। বার্ষিক ১৮০ মিলিয়ন জোড়া জুতো বিক্রি করে কোম্পানি। সন্দীপ কাটারিয়া কি সেই সংখ্যাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে পারবেন? অন্তত ভারতীয় হিসাবে তাঁর এই পদোন্নতি সত্যিই গর্বের।

Powered by Froala Editor

আরও পড়ুন
হোয়াইট হাউসের বাজেটের দায়িত্বে ভারতীয় বংশোদ্ভূত নীরা