হারিয়ে-যাওয়া বিমানের সন্ধান দিল ক্যালিফোর্নিয়ার খরা

৫ দশকেরও বেশি সময় আগে হারিয়ে গিয়েছিল একটি বিমান। বহু অনুসন্ধান করেও তার আর সন্ধান পাওয়া যায়নি। কিন্তু প্রকৃতি নিজেই যে মাঝে মাঝে রহস্যের আবরণ সরিয়ে দেয়। ঠিক তেমনই ঘটনা ঘটল ক্যালিফোর্নিয়ায়। ১৯৬৫ সালে হারিয়ে যাওয়া বিমানের সন্ধান পাওয়া গেল অবশেষে। আর তার কারণ গোটা ক্যালিফোর্নিয়া প্রদেশজুড়ে চলছে ভয়ঙ্কর খরার দাপট। তার ফলেই ফলসোম হ্রদের নিচ থেকে সন্ধান পাওয়া গেল বিমানের ধ্বংসাবশেষ। তবে ধ্বংসাবশেষ বলা হলেও প্রায় গোটা কাঠামোই অক্ষত আছে বলে অনুমান আন্ডারওয়াটার সার্ভেইং কোম্পানির।

১৯৬৫ সালের ১ জানুয়ারি, নববর্ষের দিনই দুর্ঘটনার শিকার হয় ‘পাইপার কোম্যান্স ২৫০’ বিমান। যদিও বিমানে আরোহী ছিলেন পাইলটকে নিয়ে মাত্র ৫ জন। শেষ পর্যন্ত সাক্রামেন্টো শহরের ফলসোম হ্রদের জলে পাওয়া যায় পাইলটের মৃতদেহ। কিন্তু বাকি ৪ জন আরোহী এবং আস্ত বিমানটির কোনো সন্ধান পাওয়া যায়নি। দফায় দফায় চলে অনুসন্ধান। ২০১৪ সাল পর্যন্ত নিয়মিত অনুসন্ধান চালাত আন্ডারওয়াটার সার্ভেইং কোম্পানি। শেষ পর্যন্ত অবশ্য কিছুই পাওয়া যায়নি। এমনকি বিমানের একটা ভাঙা অংশও না। হাল ছেড়ে দিয়েছিলেন অনুসন্ধানকারীরা। এমনকি ক্যালিফোর্নিয়া প্রশাসনের খাতাতেও অমীমাংসিত থেকে যায় পাইপার কোম্যান্স রহস্য।

তবে সম্প্রতি সেই ফলসোম হ্রদেই রুটিন অনুসন্ধান চালাতে চালাতে থমকে যান আন্ডারওয়াটার সার্ভেইং কোম্পানির কয়েকজন কর্মচারী। সোনার যন্ত্র থেকে যে সংকেত আসছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে জলের নিচে কিছু একটা আছে। তারপরেই জলের নিচের ছবি তুলতে সক্ষম বিশেষ ক্যামেরা দিয়ে পরীক্ষা করা হয়। অবশেষে বিমানটির প্রপেলার এবং রাডারের ছবি উঠে আসে ক্যামেরায়। তবে বাকি অংশ অস্পষ্ট। যদিও প্রপেলর এবং রাডারের অবস্থান দেখে বিশেষজ্ঞদের অনুমান বিমানটি একেবারেই অক্ষত অবস্থায় আছে। হয়তো তার মধ্যে আজও খুঁজে পাওয়া যাবে ৪ জন মৃত আরোহীর কঙ্কাল।

গত এপ্রিল মাসের শেষ থেকেই খরার প্রাদুর্ভাব শুরু হয় ক্যালিফোর্নিয়ায়। স্টেটের ৫৮টি জেলার মধ্যে ৪১টি জেলাকেই খরা কবলিত বলে ঘোষণা করেছে প্রশাসন। ছোট ছোট সমস্ত জলাশয়ের জল শুকিয়ে গিয়েছে। তবে ফলসোম হ্রদের জল এখনও পুরোপুরি শুকিয়ে যায়নি। যদিও তার জলস্তর ৩৮ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছেন আধিকারিকরা। আর এই কারণেই এতদিন হ্রদের নিচে পড়ে থাকা বিমানটির সন্ধান না পাওয়া গেলেও, এবার তার অস্তিত্ব ধরা পড়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে থেকেও এমন কত অজানা রহস্যের সমাধান যে হয়ে যায়, তা ভাবতে সত্যিই অবাক লাগে।

আরও পড়ুন
এশিয়ায় প্রথম প্লেনের টায়ার তৈরির সঙ্গে জড়িয়ে ডানলপের ইতিহাস

Powered by Froala Editor

আরও পড়ুন
১৯১০-এ প্রথম বিমান ওড়ে কলকাতায়, দমদমে প্লেনের নিলাম করেছিলেন তিন বৈমানিক