আয়লা-আতঙ্ক কাটেনি এখনও, বুলবুলের নিঃশ্বাসে দিশাহারা সুন্দরবনের মানুষ

আর কিছুক্ষণের মধ্যেই বাংলার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বুলবুল। আবহাওয়াবিদরা জানাচ্ছেন আছড়ে পড়ার সময় তার গতিবেগ থাকবে ঘণ্টায় ১২০ কিমির আশেপাশে। ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া আর তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে সুন্দরবন। এরপর বুলবুল আছুড়ে পড়লে অবস্থা কেমন হবে, ভেবেই আতঙ্কে স্থানীয় মানুষরা। আয়লার ক্ষত এখনো মোছেনি। মাটি থেকে মোছেনি লবণ। সেবারে সমুদ্র আর খাঁড়ির জল ফুঁসে উঠেছিল। এবারেও কি তেমনটাই হবে? ভয়ে কাঁপছে সুন্দরবন।

গতকাল রাত তিনটের পর থেকেই প্রচণ্ড ঝড় শুরু হয় সুন্দরবন-সহ অন্যান্য উপকূলবর্তী এলাকায়। যার সঙ্গে দশ বছর আগের আয়লার মিল পেয়ে আতঙ্কিত হচ্ছেন অনেকেই। আজ সন্ধ্যার পর ঘুর্ণিঝড় আছড়ে পড়লে অবস্থা কী হবে, তা সকলেরই অজানা। প্রার্থনাই এখন ভরসা সেখানকার মানুষজনের। আশঙ্কায় ভুগছেন দীঘা, বকখালি, সাগরদ্বীপের বাসিন্দারাও।

ঝোড়ো হাওয়ার পাশাপাশি, বৃষ্টিও বেড়ে চলেছে ক্রমশ। বিভিন্ন জায়গায় খোলা হয়েছে ত্রাণকেন্দ্র, কন্ট্রোলরুম। এখন বিপর্যয় কতটা মোকাবিলা করা যায়, সেটাই দেখার। আর যাই হোক, আয়লার ভয়াল পরিস্থিতি যেন ফিরে না আসে আর।

ঘুর্ণিঝড় বুলবুলের আশঙ্কায় ইতিমধ্যেই কোণঠাসা বাংলার মানুষ। গতকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। তার বিরাম নেই এখনও। একই সঙ্গে চলছে ঝোড়ো হাওয়াও। এই পরিস্থিতিতে, ঝড় আছড়ে পড়লে ক্ষয়ক্ষতির সম্ভাবনা প্রচুর। সে-কারণে ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে রাজ্যজুড়ে।

কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি ছাড়া এখনও বিশেষ থাবা বসাতে পারেনি বুলবুল। কিন্তু গতকাল রাত তিনটের পর থেকেই প্রচণ্ড ঝড় শুরু হয় সুন্দরবন-সহ অন্যান্য উপকূলবর্তী এলাকায়। যার সঙ্গে দশ বছর আগের আয়লার মিল পেয়ে আতঙ্কিত হচ্ছেন অনেকেই। আজ সন্ধ্যার পর ঘুর্ণিঝড় আছড়ে পড়লে অবস্থা কী হবে, তা সকলেরই অজানা। প্রার্থনাই এখন ভরসা সেখানকার মানুষজনের। আশঙ্কায় ভুগছেন দীঘা, বকখালি, সাগরদ্বীপের বাসিন্দারাও।

ঝোড়ো হাওয়ার পাশাপাশি, বৃষ্টিও বেড়ে চলেছে ক্রমশ। বিভিন্ন জায়গায় খোলা হয়েছে ত্রাণকেন্দ্র, কন্ট্রোলরুম। এখন বিপর্যয় কতটা মোকাবিলা করা যায়, সেটাই দেখার। আর যাই হোক, আয়লার ভয়াল পরিস্থিতি যেন ফিরে না আসে আর।