কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদ, দীর্ঘ আটবছর পর নতুন অ্যালবাম নিয়ে আসছেন বব ডিলান

মনখারাপ হোক, বা প্রতিবাদ— গিটার হাতে যাঁদের ঠিকানা হয় স্তব্ধ রাত কিংবা রাস্তা, তাঁদের হাত ধরেন একজন উসকোখুশকো চুলের মানুষ। বব ডিলান। তাঁর কলম, তাঁর শব্দ, তাঁর সুর আমাদের অন্ধকার সময়ের সঙ্গী হয়েছে। একা ঘরে গুনগুনিয়ে উঠেছেন অনেকেই। কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে যখন সারা আমেরিকা তোলপাড়, তখনও কি থেমে থাকবেন ৭৯ বছর বয়সী এই জাদুকর? না, থেমে থাকেননি। বরং নতুন করে আবার ফিরে আসছেন তিনি।

আজ, অর্থাৎ শুক্রবারই মুক্তি পাচ্ছে বব ডিলানের নতুন গানের অ্যালবাম, ‘রাফ অ্যান্ড রাউডি ওয়েস’। ২০১২-র ‘টেম্পেস্ট’-এর দীর্ঘ আটবছর পর নতুন গান নিয়ে আসছেন আমেরিকান কিংবদন্তি। এই খবর সামনে আসার পর গোটা বিশ্বে আলোড়ন পড়ে গেছে। আর ও বেশি করে উঠে আসছে অ্যালবামের প্রেক্ষাপট। জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর গোটা আমেরিকা কার্যত ফুঁসছে। প্রেসিডেন্ট ট্রাম্পের একের পর এক হুংকারের প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। সমস্ত জায়গায় প্রতিবাদীরা রাস্তায় নেমেছেন। আমেরিকা তো বটেই, বিশ্বের অনেক দেশেই ছড়িয়ে পড়েছে এই ঢেউ। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে, মানুষের বেঁচে থাকার অধিকারের স্বপক্ষে তাঁরা আওয়াজ তুলেছেন। সেই প্রতিবাদেই সামিল হয়েছেন ডিলান। তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন ফিওনা অ্যাপল এবং ব্লেক মাইলস।  

‘মার্ডার মোস্ট ফাউল’, ‘আই কনটেইন মাল্টিটিউডস’, ‘ফলস প্রোফেট’— প্রতিটা গানই তাঁর কাছে প্রতিবাদের ভাষা হয়ে ধরা দিয়েছে। এর আগেও গিটার আর গানেই নিজের কথা, সমাজের কথা বলেছেন তিনি। এমন টালমাটাল সময়ও সেই বার্তাই নিয়ে এলেন বব ডিলান। দীর্ঘ আটবছরে তিনি পেয়েছেন সাহিত্যে নোবেল পুরস্কারও। বিশ্বের ইতিহাসে প্রথমবার কোনো সঙ্গীতকার সাহিত্যে নোবেল পেলেন। তবে কোনোদিনই সেইসবকে আমল দেননি তিনি। নিজের নতুন অ্যালবাম বের করার জন্য বেছে নিলেন সেই দিনটিকেই, যেদিন আমেরিকা দাসত্বের প্রথা থেকে মুক্ত হয়েছিল। কিন্তু কালো মানুষদের প্রতি অত্যাচার কি কমেছে? সেই ধিক্কারেই গিটার তুলে নিলেন বব ডিলান। আবারও, নতুনভাবে… 

Powered by Froala Editor

আরও পড়ুন
‘নিগার্স’ বদলে ‘ডার্কি’ ব্যবহার করলেন পল রোবসন, কালো মানুষের গান আছড়ে পড়ল সারা বিশ্বে

Latest News See More