আমেরিকার জিওলজিক্যাল সোসাইটির প্রথম ভারতীয় ফেলো বাংলার অভিজিৎ

আমাদের এই পৃথিবীর প্রায় তিন চতুর্থাংশ জল। আর পরিবেশ দূষণের সঙ্গে সঙ্গে দূষিত হচ্ছে এই জলস্তরও। কিন্তু জল দূষণ মানে শুধুই নদী বা সমুদ্রের জলের দূষণ নয়। বরং ভূপৃষ্ঠের নিচে থাকা জলের স্তরেও ছড়িয়ে পড়তে পারে দূষণ। বিশেষ করে আর্সেনিক দূষণের বেশিরভাগটাই ঘটে ভূগর্ভস্থ জলের মধ্যে। আর্সেনিক, ফ্লুরাইডের মতো খনিজ যৌগ বাদ দিয়েও শিল্পক্ষেত্রের ও মানুষের তৈরি অন্যান্য আবর্জনা মিশতে পারে ভূগর্ভস্থ জলস্তরে। বিগত বেশ কিছু বছর ধরে ভারতের, বিশেষত গাঙ্গেয় অববাহিকার জলস্তরের মধ্যে দূষণের মাত্রা নিয়ে নানা ধরণের পরীক্ষানিরীক্ষা চালাচ্ছেন বাঙালি বিজ্ঞানী অভিজিৎ মুখোপাধ্যায়। আর সেই গবেষণার স্বীকৃতি হিসাবে সম্প্রতি আমেরিকার জিওলজিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হয়েছেন তিনি। প্রায় ১৩৩ বছরের প্রাচীন এই গবেষণা সংস্থায় অভিজিৎই প্রথম ভারতীয় ফেলো হিসাবে ইতিহাস তৈরি করলেন।

অভিজিৎ মুখোপাধ্যায়ের জন্ম এবং বেড়ে ওঠা কালীঘাটে। এরপর সাউথ পয়েন্ট স্কুলে পড়াশোনা শেষ করে স্নাতক স্তরে ভর্তি হন আশুতোষ কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকত্তরের পর অভিজিৎ চলে যান আমেরিকার কেন্টাকি ইউনিভার্সিটিতে। যুক্তরাষ্ট্রের বুকে উচ্চশিক্ষা শেষ করে কানাডার একটি ভূতাত্ত্বিক গবেষণা সংস্থায় কাজ করেন কিছুদিন। তারপর দেশে ফিরে যোগ দিয়েছেন খড়গপুর আইআইটি-তে। এখনও অবধি সেখানেই গবেষণা এবং শিক্ষকতা করছেন ডঃ অভিজিৎ মুখোপাধ্যায়। আর এখানেই শুরু হয়েছে তাঁর এই ব্যতিক্রমী গবেষণা।

অভিজিৎ মুখোপাধ্যায়ের গবেষণার পরিধি প্রায় আসমুদ্র হিমাচল। অরুণাচলপ্রদেশের পাশাপাশি সুন্দরবনের জলস্তরকেও তিনি একসঙ্গে জুড়ে ফেলতে পারেন গবেষণার প্রয়োজনে। এমনকি ভারতের বাইরেও নানা দেশকে গবেষণার বিষয়ে সাহায্য করেছেন তিনি। এর মধ্যে রয়েছে খোদ আমেরিকার জিওলজিক্যাল সোসাইটিও। তাঁর এই গবেষণার জন্য দেশ-বিদেশ থেকে পেয়েছেন নানা স্বীকৃতি। ২০১৬ সালে রাষ্ট্রপতির হাত থেকে ‘ন্যাশানাল জিওসায়েন্স’ পুরস্কার পান তিনি। গতবছর পেয়েছেন দেশের শ্রেষ্ঠ বিজ্ঞান পুরস্কার শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কারও। এছাড়া লন্ডনের রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির ফেলোও নির্বাচিত হয়েছেন তিনি। এবার সেই তালিকাতেই যুক্ত হল আরও এক সাফল্য। ১৮৮৮ সালে তৈরি মার্কিন জিওলজিক্যাল সোসাইটির প্রথম ভারতীয় ফেলো খড়গপুর আইআইটি-র জিওলজি এবং জিওফিজিক্স বিভাগের ‘স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’-এর অ্যাসোসিয়েট প্রফেসর অভিজিৎ। আইআইটি-র পাশাপাশি তাঁর এই সাফল্যে গর্বিত সমস্ত দেশ।

Powered by Froala Editor

আরও পড়ুন
উইম্বলডনে দাপট বাঙালি তরুণের, জুনিয়ার্সের সেমিফাইনালে সমীর বন্দ্যোপাধ্যায়

More From Author See More