১০ জুন থেকে চালু হচ্ছে শুটিং, আড়াই মাস পর প্রত্যাবর্তন টলিপাড়ার

অবশেষে ভাঙছে দীর্ঘ আড়াই মাসের স্তব্ধতা। লকডাউনের রেশ এবং আমফানের ক্ষয়ক্ষতি কাটিয়ে প্রত্যাবর্তন করছে টলিউড। আগামী ১০ জুন বুধবার থেকে খুলে যাচ্ছে টলিপাড়ার দরজা।

গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী অনুমতি দিয়েছিলেন শুটিংয়ের। কিন্তু শিল্পীদের সুরক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ চূড়ান্ত বৈঠকের আয়োজন করেছিল আর্টিস্ট ফোরাম, ইম্পা এবং প্রোডাকশন গিল্ড। অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে এই বৈঠকের ভিত্তিতেই বিকাল ৪টে নাগাদ সিদ্ধান্ত নেওয়া হয়, ১০ জুন থেকে চালু হবে শুটিংয়ের কাজ। 

বাংলা ধারাবাহিক এভং সিনেমাগুলি গ্রিন সিগনাল পেলেও অনুমতি পেল না রিয়্যালিটি শোগুলি। পাশাপাশি ১০ বছরের কম বয়সী শিল্পীদের অভিনয়ের কাজে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বলা হয়েছে, ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ শিল্পীরা একমাত্র মুচলেকা দিয়েই অংশগ্রহণ করতে পারেন কাজে।

জানানো হয়েছে, সর্বাধিক ৩৫ জন শিল্পী এবং সহযোগী নিয়েই কাজ চালাতে হবে শুটিংয়ের। বজায় রাখতে হবে সামাজিক দূরত্বও। তবে এতে কাজ হারাবেন না কেউই। পালাবদল করেই কাজ করবেন টেকনিশিয়ানরা। এছাড়া তাঁদের প্রত্যেকের জন্য ২৫ লক্ষ টাকার বীমার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চূড়ান্ত বৈঠকে। এর পুরো ভার বহন করবেন প্রযোজক এবং চ্যানেলগুলি। শুটিংয়ের মাঝে কেউ অসুস্থ হলে তাঁর দায়িত্বও গ্রহণ করবে রাজ্য সরকার, ভরসা দিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সব মিলিয়ে আবার পুরনো ছন্দে ফিরছে টলিপাড়া।

Powered by Froala Editor