অন্ধ হয়েও দেখতে পায় ভবিষ্যৎ, বাদুড়ের অদ্ভুত ক্ষমতার কথা জানালেন বিজ্ঞানীরা

স্তন্যপায়ী প্রাণী হয়েও আকাশে অবাধ বিচরণ তার। আর উড়ানের সেই ক্ষমতা, অদ্ভুত আকারের জন্যই ভ্যাম্পায়ার কিংবা ভৌতিক গল্প জুড়ে গেছে তার সঙ্গে। এই ধরণের ভৌতিক ক্ষমতা না থাকলেও আগে থেকেই ভবিষ্যৎ দেখতে পায় বাদুড়। এমনটাই জানাল সাম্প্রতিক গবেষণা।

বিজ্ঞানীদের এই বক্তব্য থেকে মনে হলেও হতে পারে বাদুড় হয়তো জ্যোতিষশাস্ত্র জানে, কথা বলা টিয়াপাখির মতো। কিন্তু বিষয়টি একেবারেই তেমন না। চোখে দেখতে না পেলেও সোনার অর্থাৎ সাউন্ড নেভিগেশনের ব্যবহারে শিকারের অবস্থান নির্ণয় করতে পারে বাদুড়। এ আর নতুন কী? কিন্তু শিকার ঠিক কোন পথে যাচ্ছে, তাও আগে থেকে বুঝতে পারে বাদুড়। একদম নির্ভুল ভাবেই। এমনকি শব্দ প্রতিফলিত হচ্ছে এমন কোনো মাধ্যমের পিছনে শিকার লুকিয়ে পড়লেও তাকে চিহ্নিত করতে অসুবিধা হয় না উড়ন্ত এই স্তন্যপায়ীর।

কিন্তু কী রহস্য রয়েছে বাদুড়ের এই আশ্চর্য ক্ষমতার পিছনে? বিজ্ঞানীরা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে দেখেন বাদুড় ওড়ার সময় একদিকে মাথা কাৎ করে থাকে। সোনারের আওয়াজ শোনার জন্যই এমন আচরণ, প্রথমে এমনটাই ভেবেছিলেন বিজ্ঞানীরা। তবে পরে দেখা গেল শুধুমাত্র তার জন্য নয়, এই আচরণের পিছনে রয়েছে অন্য উদ্দেশ্যও। সোনারের মাধ্যমে শিকারের গতিবেগ, দিক, গতিবেগ পরিবর্তনের হার। এবং এই তথ্য থেকে সম্ভাব্য গতিপথের পূর্বচিত্রও মস্তিষ্কে গঠন করতে পারে বাদুড়।

প্রথমে এমনটাই অনুমান করেছিলেন বিজ্ঞানীরা। আর সেইমতো একটি মডেলও প্রস্তুত করেন স্নায়ুবিজ্ঞানী সিনথিয়া মস এবং সহকারি বিজ্ঞানী এঞ্জেলা সালেস। বাদুড়ের ওপর পরীক্ষামূলক ভাবে সেই মডেল প্রয়োগ করতেই হুবহু মিলে যায় বাদুড়ের আচরণ, গবেষণার তথ্য। 

বাদুড়ের এই অদ্ভুত ক্ষমতার অনুকরণেই হতে পারে বাজিমাত। এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। অন্ধত্বের শিকার হওয়া ব্যক্তিদের কৃত্রিমভাবে এই প্রযুক্তি প্রদান করা গেলে, খুলে যেতে পারে নতুন দিগন্ত। চারপাশে ঘটে চলা ঘটনার পূর্ব-অনুমাণ পেলে তাঁরাও এড়াতে সক্ষম হবেন দুর্ঘটনা। পাশাপাশি জনবহুল এলাকায় অনেক সহজ হয়ে যাবে তাঁদের চলাফেরাও। মানবদেহে প্রযুক্তিগতভাবে কীভাবে সম্ভব এর বাস্তবায়ন, এখন সেই চিন্তাতেই মগ্ন রয়েছেন গবেষকরা। সমাধান এলে মানুষও হয়ে উঠতে পারে ভবিষ্যৎদ্রষ্টা...

Powered by Froala Editor

আরও পড়ুন
সত্যজিতের গল্প থেকেই যেন উঠে এসেছে এই বাদুড়, মানুষপ্রমাণ দৈর্ঘ্যে চমক

More From Author See More