প্রতিশ্রুতি রাখলেন বাদশা, লকডাউনের মধ্যেও অর্থ পাঠালেন রতন কাহারকে

র‍্যাপার বাদশা-র ‘গেন্দা ফুল’ গানটি নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। কারণ, গানের আসল রচয়িতা রতন কাহারের কথা উল্লেখ করা হয়নি কোথাও। পরে এই বিতর্ক নিয়ে ইন্সটাগ্রামের ভিডিওতে নিজের বক্তব্য পেশও করেন বাদশা। আর্থিক পাশাপাশি নিজে কথা বলার জন্য আগ্রহ দেখান তিনি। সম্প্রতি ভিডিও কলে রতন কাহারের সঙ্গে কথাও হয় তাঁর। বীরভূমের সিউড়িতে তাঁকে আমন্ত্রণও জানান প্রবীণ সঙ্গীতশিল্পী।

আরও পড়ুন
বাউলের আখড়ায় দেখা ‘বড়োলোকের বিটি’কে, স্মৃতিতে বুঁদ স্রষ্টা রতন কাহার

এবার নিজের দেওয়া প্রতিশ্রুতিও পালন করলেন বাদশা। পাঁচ লক্ষ টাকা পাঠালেন রতন কাহারকে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই।

রতন কাহারের খোঁজ পাওয়া পাত্রই বাদশাহের টিম যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। ওঁর ছেলের নম্বর জোগাড় করা হয়। সেখান থেকেই কথা হয় দুই পক্ষের। এদিন রতন কাহার খুশি হন এই অর্থ পেয়ে। ধন্যবাদও জানান বাদশাকে। একইসঙ্গে সম্মান এবং অর্থ পেয়ে আপ্লুত শিল্পী রতন কাহার। আনন্দে কেঁদে ফেলেন তিনি।

আরও পড়ুন
তরুণদের বাঁচাতে ভেন্টিলেটর প্রত্যাখ্যান, মৃত্যুতে ঢলে পড়লেন বৃদ্ধ-বৃদ্ধা

বাদশাহ এদিন আরও জানান, লকডাউন উঠলেই দেখা করবেন তিনি রতন কাহারের সঙ্গে। তাঁর গান শুনবেন গিয়ে। ইচ্ছে রয়েছে এক সঙ্গে গান করার, তৈরি করার নতুন মিউজিক ভিডিও। এই ব্যাপারে যথেষ্ট আশাবাদী বাদশা।