ঘরে বসেই তৈরি শর্ট ফিল্ম, সম্পর্কের নতুন দিক চেনাতে আসছে 'ইউ মি এন্ড আমরা’

লকডাউনে সব জায়গার মতো বন্ধ টেলিপাড়াও। সারাবছরে কর্মচঞ্চলতার পাশে, এই নিঃস্তব্ধ পরিবেশ সত্যিই অবাক করার মতো। কিন্তু শুটিং? তাও কি বন্ধ? হ্যাঁ, অনেকক্ষেত্রেই দৃশ্যটা তেমনই। কিন্তু এর মধ্যেও, নতুন বেশ কিছু উদ্যোগ দেখতে পেয়েছি আমরা। বাড়িতে বসেই মোবাইল ক্যামেরায় শুট করে তৈরি হচ্ছে ছবি। এভাবেই লকডাউনে দর্শকদের সামনে এসেছে বেশ কিছু শর্ট ফিল্ম। তেমনই নতুন একটি ছোটো ছবি আনতে চলেছে 'দ্য বং মিডিয়া' বা 'টিবিএম'। ছবির নাম 'ইউ মি এন্ড আমরা'।

'দ্য বং মিডিয়া' নিবেদিত এ ছবিতে অভিনয় করেছেন ইন্দ্রনীল মল্লিক, তনয়া মুখোপাধ্যায় এবং সায়ন্তনী চট্টোপাধ্যায়। সকলেই টেলিভিশনের কমবেশি পরিচিত মুখ।

ছবির মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকে ইউটিউবের পরিচিত মুখ পীযুষ দাস এবং প্রতীক কুন্ডু। এ ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌভিক চক্রবর্তী। আর পরিচালনায় কৃষ বোস। ইতিমধ্যেই কৃষের ইউটিউব চ্যানেল 'দ্য বং আনটোল্ড' এবং 'দ্য বং স্টুডিও' দর্শকদের কাছে বিপুল সমাদৃত হয়েছে।

প্রহরকে পরিচালক কৃষ জানালেন, 'মোবাইলে শুট করে তো দারুণ কিছু আউটপুট পাওয়া যায় না। তবে আমরা চেষ্টা করেছি ছবিটায় একটা প্রফেশনাল লুক দিতে। অসম্ভব ভালো এডিট করেছেন শুভ্র বোস। আশা করি দর্শকের ভালো লাগবে ছবিটা।'

'ইউ মি এন্ড আমরা' আসলে সম্পর্কের গল্পই বলে। ‘সম্পর্ক’ শব্দটার মধ্যে লুকিয়ে আছে অপার রহস্য। একটামাত্র শব্দে তাকে ধরা যায় না মোটেই। কত কথা বলতে গিয়েও বলা হয়ে ওঠে না, থেকে যায় মনের ভেতরেই? তারপর? পরিণতি কী? তার আন্দাজ পাওয়া যাবে এই শর্ট ফিল্মটি দেখলেই।

ইউটিউব চ্যানেল : https://youtube.com/thebonguntold
ফেসবুক পেজ : https://facebook.com/thebongmediagroup