মুম্বাইয়ের বস্তি অঞ্চলে ৫৭% মানুষের দেহেই রয়েছে করোনার অ্যান্টিবডি, দাবি সমীক্ষার

যতদিন যাচ্ছে, কোভিড পরিস্থিতি অবনমনের সঙ্গে সঙ্গেই সামনে আসছে বহু নতুন তথ্য। বৃহৎ মুম্বাই পুরসভার ৬৯৩৬ জনের উপর চালানো একটি সমীক্ষায় জানা যাচ্ছে, শহরের বস্তি অঞ্চলে বসবাসকারী মানুষের দেহে হার্ড ইমিউনিটি গড়ে উঠেছে বেশি হারে। প্রায় ৫৭%। শহরের অন্যান্য অংশে এই হার মাত্র ১৬%।

সমীক্ষাটি থেকে আরও জানা যাচ্ছে, মহিলাদের মধ্য প্রায় ৫৯.৩% এর দেহে সার্স কোভ-২ ভাইরাসের বিরূদ্ধে গড়ে উঠেছে অ্যান্টিবডি। যেখানে পুরুষদের ক্ষেত্রে এই হার ৫৩.২%। শহরের অন্যান্য অংশেও পুরুষদের মধ্যে অ্যান্টিবডি গড়ে ওঠার প্রবণতা মহিলাদের তুলনায় কম। সেখানে এই হার যথাক্রমে ১৪.৯ এবং ১৬.৮ শতাংশ। এখনও অব্দি মুম্বাইতে আক্রান্ত হওয়ার নিরিখে এগিয়ে আছেন পুরুষরাই।

এই সমীক্ষাটি চালানো হয়েছিল মুম্বাইয়ের মাতুঙ্গা, চেম্বুর, দাহিশার এলাকায়। দেখা গেছে, মাতুঙ্গায় মানবদেহে অ্যান্টিবডি তৈরির এই হার মুম্বাইয়ের ধারাবি বস্তির ঠিক পরেই। সবমিলিয়ে প্রায় ৪০.৫% দেহে গড়ে উঠছে অ্যান্টিবডি। শুধুমাত্র তাই নয়, এই অঞ্চলগুলিতে মৃত্যুহারও অনেক কম। মৃদু উপসর্গ বা উপসর্গহীন রোগীর সংখ্যাই বেশি। মূলত যুবক সম্প্রদায়ের বসতির হারই বেশি বলে, এমনটা মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, সমীক্ষাটি অন্যান্য অঞ্চলে বারবার চালিয়ে ট্রেন্ডটিকে এখন পরখ করা উচিত। মহিলাদের দেহে ইস্ট্রোজেনের উপস্থিতির কারণে তাদের প্রতিরোধ ক্ষমতা দৃঢ় বলে জানিয়েছেন তারা। এই সমীক্ষাটি চালানো হয়েছিল জুলাইয়ের প্রথম সপ্তাহে। বৃহৎ মুম্বাই পুরসভার এক আধিকারিকের কথায় এক মাস পড়ে এই সমীক্ষাটি আবার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Powered by Froala Editor

More From Author See More