আহমেদাবাদে বিনা পারিশ্রমিকে অ্যাম্বুলেন্সের চাহিদা মেটাচ্ছেন অটোচালকেরাই

করোনার দ্বিতীয় তরঙ্গের আঘাতে কার্যত বিপর্যস্ত গোটা দেশ। অক্সিজেন, হাসপাতাল শয্যার জন্য হাহাকার চারিদিকেই। সেইসঙ্গে অপ্রতুল অ্যাম্বুলেন্স পরিষেবাও। এই কঠিন অবস্থাতে কিছুদিন আগেই স্বেচ্ছায় এগিয়ে এসেছিলেন মধ্যপ্রদেশের অটোচালক জাভেদ খান। জরুরি পরিষেবা প্রদান করতে অটোকে বদলে ফেলেছিলেন অ্যাম্বুলেন্সে। এবার তাঁর দেখানো পথেই হাঁটলেন গুজরাটের আহমেদাবাদ শহরের অটোচালকেরা। আর তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে গুজরাটেরই এক স্বেচ্ছাসেবী সংগঠন।

অ্যাম্বুলেন্সের ঘাটতি পূরণের জন্য অটোকে বদলে ফেলা হোক অ্যাম্বুলেন্সে। অটোচালকদের কাছে সম্প্রতি এমনই এক প্রস্তাব রেখেছিলেন আহমেদাবাদ ভিত্তিক সংগঠন পানাহ ফাউন্ডেশনের কর্মকর্তারা। ফেরাননি তাঁরা। নিঃস্বার্থভাবেই এগিয়ে এসেছিলেন এই কঠিন সময়ে। এখন গুজরাটের কোভিড আক্রান্তদের নিখরচায় পরিষেবা দিচ্ছেন অটোচালকেরা। কখনো জরুরি ভিত্তিতেই তাঁরা এনে দিচ্ছেন অক্সিজেনও।

শহরের সমস্ত মানুষের কাছে যাতে পৌঁছে যায় এই পরিষেবা, সেই কথা মাথায় রেখে অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে চালকদের মোবাইল নম্বর। আপাতত সক্রিয়ভাবে এই কর্মকাণ্ডে অংশ নিয়েছেন আহমেদাবাদের ১৪ জন অটো-ড্রাইভার। 

অন্যদিকে চালকদের সুরক্ষা নিশ্চিত করতে, তাঁদের জন্য পিপিই কিট, ফেস শিল্ডের সরবরাহ করে চলেছে পানাহ ফাউন্ডেশন। দেওয়া হচ্ছে জ্বালানির খরচও। অটোতে রোগীর জন্য প্রয়োজনীয় ওষুধ এবং অক্সিজেনেরও বন্দোবস্ত করে দিয়েছেন তাঁরা। নজর রাখা হচ্ছে, অত্যন্ত সংকটজনক রোগীদেরও যাতে অটো করে হাসপাতালে পৌঁছাতে কোনো সমস্যা না হয়। পাশাপাশি বিধি মেনেই প্রতি ট্রিপের পরই ব্যবস্থা করা হয়েছে অটো স্যানিটাইজেশনের। 

আরও পড়ুন
সীমান্ত ছেড়ে, করোনা মোকাবিলায় এবার সামিল সামরিক চিকিৎসকরাও

গুজরাটের অটোচালকদের এই মানবিক উদ্যোগে উপকৃত হচ্ছেন বহু মানুষ। তবে এখনও ঘাটতি রয়েছে অ্যাম্বুলেন্সের! আগামীতে আরও বেশ কিছু অটোকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে বলেই জানাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন পানাহ ফাউন্ডেশন। মহামারীর এই কঠিন সময়ে গোটা দেশ জুড়েই নজরে এসেছে এই ধরনের অসংখ্যা উদ্যোগ। নিজেদের কথা চিন্তা না করেই আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছেন দেশের সাধারণ মানুষ। এই সমবেত প্রচেষ্টার সুফল যে আসবেই, তা নিশ্চিত। এখন দেখার কত দ্রুত দ্বিতীয় তরঙ্গের ধাক্কা কাটিয়ে উঠতে পারে ভারত…

আরও পড়ুন
রক্তনালিতে 'বিষ' ছড়ায় করোনার স্পাইক প্রোটিন!

Powered by Froala Editor

আরও পড়ুন
করোনার দ্বিতীয় তরঙ্গে বিপর্যস্ত নেপাল, আত্মসমর্পণ সরকারের