হাসপাতালের বিল মেটাতে পারেননি, শয্যায় বেঁধে রাখা হল ৮০ বছরের বৃদ্ধকে!

অশীতিপর এক বৃদ্ধ। অসুস্থ, শীর্ণ। বয়স বছর আশির আশেপাশে। অথচ তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় শায়িত থাকতে দেখা গেল হাসপাতালে। অপরাধ, ওই দরিদ্র বৃদ্ধের পরিবার হাসপাতালের বিল মেটাতে পারেননি। এমনই অমানবিক নারকীয়তার সাক্ষী থাকল মধ্যপ্রদেশ।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শাজাপুর জেলার সিটি হাসপাতালে। কয়েকদিন আগে ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল পাকস্থলির সমস্যার জন্য। ভর্তির সময়ই ৫ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। তবে বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসারত থাকার দরুন বাড়ে খরচের তালিকা। আরো ১১ হাজার টাকা বিল হিসাবে দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এই বাড়তি টাকা জমা দেওয়া সম্ভব হয়নি বৃদ্ধের পরিবারের পক্ষে। ফলে তাঁকে বেঁধে রাখা হয়েছিল হাসপাতালের শয্যায়। এমনটাই অভিযোগ জানান ওই বৃদ্ধের মেয়ে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পুরোপুরি অস্বীকার করা হয়েছে এই অভিযোগ। তাঁদের কথা অনুযায়ী, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে খিঁচুনির সমস্যা দেখা দিয়েছিল ওই বৃদ্ধের। তাই যাতে শয্যা থেকে পড়ে গিয়ে আহত না হন, তার জন্যই এই ব্যবস্থা নিতে হয়েছিল তাঁদের। এই ঘটনা এবং রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে প্রশাসন। জানানো হয়েছে, হাসপাতালের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে সত্যতা প্রমাণ হলে। 

Powered by Froala Editor

আরও পড়ুন
অন্যদের বারণ সত্ত্বেও উড়ান, মাত্র ৫৩ বছরেই বিমান-দুর্ঘটনায় মৃত জন ডেনভার

More From Author See More