লকডাউনেই বিশ্বরেকর্ড, স্কেটবোর্ডে ১০৮০ ডিগ্রির মোচড় ১১ বছরের অ্যাথলিটের

লকডাউনের মধ্যে শুয়ে-বসে দিন কাটছে মানুষের। আর তার মধ্যেই তৈরি হয়ে গেল বিশ্বরেকর্ড। লকডাউনের সময় নিজের অদম্য অধ্যবসায়ে ভর করে ইতিহাস তৈরি করল মাত্র ১১ বছর বয়সি এই কিশোর অ্যাথলিট। গুই খুরি, ব্রাজিলের এই ক্ষুদে অ্যাথলিট করোনার দিনগুলিতে নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছিল, যাতে তাকে কেউ বিরক্ত করতে না পারে। আর স্কুলও বন্ধ। অতএব অখণ্ড অবসর নিয়ে সে মন দিয়েছিল তার স্কেটবোর্ডেই।

স্কেটবোর্ড নিয়ে নানা চড়াই-উৎরাই পেরিয়ে যাওয়ার খেলা অনেকেই ভালোবাসেন। তবে তার অনেক কৌশল বেশ কঠিন। যেমন উঁচু জায়গা থেকে নামার পর শরীরটা ঘুরিয়ে এই স্কেটবোর্ড থামানো। ১৯৯০ সালে এই খেলায় বিশ্বরেকর্ড তৈরি করেছিলেন ২২ বছরের টনি হক। তিনি ঘুরেছিলেন ৯০০ ডিগ্রি। অর্থাৎ দুবার সম্পূর্ণ বৃত্তাকারে ঘুরে আরও অর্ধেক বৃত্ত ঘুরেছিলেন। এই রেকর্ড যখন তৈরি হয়, গুইয়ের তখন জন্মই হয়নি। কিন্তু এই ৯০০ ডিগ্রির মোচড় দেখাতে তার বেশিদিন সময় লাগেনি। মাত্র ৮ বছর বয়সেই সে আড়াই পাকের খেলা দেখিয়ে স্বয়ং টনি হকের প্রশংসা আদায় করে নিয়েছিল। আর এবার তার খেলা সম্পূর্ণ তিনপাকের অর্থাৎ ১০৮০ ডিগ্রির মোচড়।

টনির রেকর্ড তৈরির পর তা ভাঙতে সময় লাগল ঠিক তিন দশক। ১১ বছরের গুইয়ের কীর্তি ইতিমধ্যে ক্রীড়াজগতে সাড়া ফেলে দিয়েছে। অবশ্য গুই খুরি এ-বিষয়ে নির্বিকার। যেন খেলার ছলেই রেকর্ড তৈরি করে ফেলেছে সে। এভাবেই হয়তো নিজের রেকর্ডকেই ভাঙতে ভাঙতে এগিয়ে যাবে ভবিষ্যতে। তবে এই মহামারীর মধ্যে অখণ্ড অবসর না পেলে তার এই কীর্তি সে দেখতে পারত না, একথা গুই নিজেও স্বীকার করেছে।