করোনায় আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়, ভর্তি বেলভিউ-তে

করোনা ভাইরাসের আক্রমণে আবারও সংশয়ের কালো মেঘ টলিউডের আকাশে। আর এবার ভাইরাসের আক্রমণের শিকার অন্যতম প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই বেলভিউ নার্সিং হোমে ভর্তি করা হয় অভিনেতাকে। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।

জানা গিয়েছে বিগত বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাই চিকিৎসকের পরামর্শ মেনে তাঁর করোনা পরীক্ষা করা হয়। আজ সকালে সেই রিপোর্ট হাতে আসে। তবে গতকাল রাতেই তাঁর নামে বেলভিউ নার্সিং হোমে বুকিং করানো হয় বলে জানা গিয়েছে।

করোনা সংক্রমণের কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল টলিউডের শুটিং ফ্লোর। এরপর সতর্কতা মেনেই ক্রমশ অভিনয় শুরু হয়। নিজের জীবনের উপর নির্মীয়মান একটি তথ্যচিত্রের কাজও করছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর তার মধ্যেই এসে পড়ল এই দুঃসংবাদ।

অবশ্য টলিউডে করোনা সংক্রমণ এই প্রথম নয়। এর আগে কোয়েল মল্লিকের শরীরেও করোনা ভাইরাস বাসা বেঁধেছিল। সংক্রমণ ছড়িয়ে পড়েছিল তাঁর স্বামী নিসপাল সিং এবং বাবা রঞ্জিত মল্লিকের শরীরেও। তবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো প্রবীণ শিল্পীর শরীরে করোনা বাসা বাঁধায় চিন্তিত সকলেই। টলিউডের কলাকুশলীদের পাশাপাশি অসংখ্য দর্শক শিল্পীর আরোগ্য প্রার্থনা করছেন।

Powered by Froala Editor

Latest News See More