প্রয়াত অভিনেতা-গায়ক শক্তি ঠাকুর, বাংলার বিনোদন জগতে শোকের ছায়া

একের পর এক দুঃসংবাদ বয়ে নিয়ে আসছে ২০২০ সাল। এর মধ্যেই বাংলার বিনোদন জগতে ঘটে গেল আরও এক নক্ষত্রপতন। সোমবার ভোররাতে প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা, গায়ক শক্তি চট্টোপাধ্যায়। ফেসবুকে তাঁর কন্যা মেহুলি ঠাকুর পিতার মৃত্যুওসংবাদ জানিয়েছেন। শক্তি ঠাকুরের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার আপামর দর্শক এবং শ্রোতারা।

কখনও মুখ্য চরিত্রে দেখা যায়নি তাঁকে। কিন্তু অভিনয়ের দক্ষতায় পার্শ্বচরিত্রকেও জনপ্রিয় করে তুলেছেন দর্শকদের সামনে। ‘দাদার কীর্তি’, ‘পথভোলা’-র মতো সিনেমা যেন তাঁর হাস্যকৌতুকময় অভিনয়ের ছোঁয়া না পেলে পূর্ণতা পেত না। পাশাপাশি কাজ করেছেন বলিউডেও। ‘পসন্দ আপনি আপনি’, ‘লাখোঁ কি বাত’ প্রভৃতি সিনেমায় সারা দেশের দর্শকদের মন জয় করে নিয়েছেন। অসংখ্য গানেরও রেকর্ডিং করেছেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী সেই মানুষটি আজ আর আমাদের মধ্যে নেই।

মেহুলি ঠাকুর জানিয়েছেন, সোমবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ২ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় তাঁর। তবে বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। শক্তি ঠাকুরের আরেক কন্যা মোনালি ঠাকুর বলিউডের সঙ্গীত জগতের অত্যন্ত জনপ্রিয় একটি নাম। কিন্তু কর্মসূত্রে সুইৎজারল্যান্ডে থাকায় তিনি পিতার শেষকৃত্যে উপস্থিত থাকতে পারেননি। শক্তি ঠাকুরের মৃত্যুর সঙ্গে সঙ্গে হারিয়ে গেল বাংলা সিনেমার জগতের একটি অধ্যায়ও।

Powered by Froala Editor