জাতিসংঘে সেরা বাংলা, শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল রাজ্যের দুই প্রকল্প

কিছুদিন আগেই স্কচ ফাউন্ডেশন অ্যাওয়ার্ডের পালক জুড়েছিল বাংলার মুকুটে। এবার বাংলাকে তার দুটি প্রকল্পের জন্য সম্মানিত করল জাতিসংঘও। ১৬০টি দেশের বিভিন্ন প্রকল্পের মধ্যে সেরার সম্মান পেল বাংলার ‘সবুজ সাথী’। এছাড়াও পুরস্কার পেয়েছে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প।

এই বছর জাতিসংঘের কাছে জমা পড়েছিল ১৬ হাজার সরকারি প্রকল্পের মনোনয়ন। অংশ নিয়েছিল ১৬০টি দেশ। ওয়ার্ল্ড সামিট অফ ইনফরমেশন সোসাইটির অনুষ্ঠানে গত ৭ তারিখ এই ফলাফল ঘোষণা করে রাষ্ট্রসংঘ। বাংলার প্রতিনিধি হিসাবে সঞ্জয় থারে এই পুরস্কার গ্রহণ করেন জাতিসংঘে। 

সবুজ সাথী প্রকল্পে রাজ্য সরকার কয়েক লক্ষ ছাত্র-ছাত্রীকে দিয়েছিল সাইকেল। বিশেষ করে প্রান্তিক অঞ্চলের ছাত্রছাত্রীরা লাভবান হয়েছিল। প্রত্যন্ত গ্রামেও যোগাযোগ ব্যবস্থায় সাইকেলের ব্যবহার শিক্ষাকেন্দ্রে তাদের উপস্থিতির হার বাড়িয়েছিল অনেকটাই। তাই সার্বিকভাবে এই প্রকল্পকে সেরার সম্মান দিয়েছে জাতিসংঘ। 

অন্যদিকে ‘উৎকর্ষ বাংলা’-র মাধ্যমে রাজ্য ব্যবস্থা করেছিল বিভিন্ন কারিগরি দক্ষতার প্রশিক্ষণের। যার কারণে উপকৃত হয়েছিলেন কয়েক লক্ষ যুবক-যুবতী। সোসাইটি ফর স্কিল ডেভলপমেন্ট বিভাগে সেরা হিসাবে জাতিসংঘ বেছে নিয়েছে এই প্রকল্পকে। এর আগে কন্যাশ্রী প্রকল্প স্বীকৃতি লাভ করেছিল জাতিসংঘের দরবারে। আরও একবার পুনরাবৃত্তি হল তারই...

আরও পড়ুন
সাক্ষরতার হার সর্বাধিক কেরালায়, দশম স্থানে বাংলা

Powered by Froala Editor