বিষক্রিয়ায় মৃত দুটি পূর্ণবয়স্ক বাঘ, চাঞ্চল্য তামিলনাড়ুতে

বন্যপ্রাণীদের খাবারে বিষাক্ত পদার্থ মিশিয়ে শিকার করা নতুন কোনো ঘটনা নয়। এভাবেই হারিয়ে যাচ্ছে অনেক বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণী। তামিলনাড়ুতে প্রকাশ্যে এল এমনই একটি ঘটনা। বিষক্রিয়ার শিকার হল দশ বছরের দুটি বাঘ। মৃত প্রাণী দুটি সম্ভবত পরস্পরের সঙ্গী, এমনটাই সন্দেহ করছেন বিশেষজ্ঞরা। ঘটনাটি ঘটেছে আনাইমালাই ব্যাঘ্র সংরক্ষণের পোলাচ্চি অঞ্চলে।

উপ্পুমনথিতু অঞ্চলে এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বনদপ্তরের কর্মীদের চোখে পড়ে বাঘগুলির মৃতদেহ। সঙ্গে পাওয়া যায় একটি আধখাওয়া বন্য শূকর। তবে বাঘগুলির শরীরে কোনো ক্ষতচিহ্ন লক্ষ করা যায়নি। অর্থাৎ, এই ঘটনার প্রেক্ষিতে চোরাচালানকারীদের সরাসরি যোগের সম্ভাবনা অনেকটাই কম।

দেবাশিস জানা, আনাইমালাই ব্যাঘ্র সংরক্ষণের প্রধান করসার্ভেটর জানান, পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেছে। এছাড়াও অবস্থানগত নমুনা পরীক্ষার মাধ্যমে দেখা গেছে, বন্য শূকরটির মধ্যে বিষক্রিয়া ঘটানো হয়েছিল। বন দপ্তরের ধারণা, শূকরটিই লক্ষ ছিল শিকারিদের। কিন্তু ঘটনাচক্রে প্রাণ হারায় বাঘ দুটি। তবে এই বিষয়ে তদন্ত আরও বাকি রয়েছে।

একই সঙ্গে পুরুষ ও মহিলা বাঘের মৃত্যুর ফলে, আনাইমালাই-এর ব্যাঘ্র সংরক্ষণ বড় ধাক্কার সম্মুখীন। এই ব্যাঘ্র প্রকল্প প্রথমবার বিষক্রিয়ার সাক্ষী থাকল।