রাস্তা জুড়ে ছবি, করোনায় সচেতনতা বাড়াতে শিল্পকেই বাছলেন শিলিগুড়ির ব্যক্তি

রাস্তা জুড়ে বিশাল বড়ো সবুজ রঙের একটা মুখ। ধারালো দাঁত, জিভটা লকলক করছে। চোখে একটা হিংস্রতা। চারদিকে বেরিয়ে আছে হাত, পা। যেন এইবার সামনের কাউকে গিলতে যাবে। শুরুতে এক ঝলক দেখলে মনে হবে, সবুজ সূর্য! কিন্তু সেটা নয়, পরক্ষণেই বুঝে যাবেন সবাই। ওটা যে করোনা! শিলিগুড়ির রাস্তার ওপর এভাবেই ছবি আঁকলেন এক চিত্রশিল্পী ও তাঁর সহযোগীরা। উপলক্ষ, করোনা নিয়ে সচেতনতা বৃদ্ধি।

গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গও লকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে। করোনার আক্রমণ এখানেও বাড়ছে। এই অবস্থায় সমস্ত রাজ্যবাসী যাতে সচেতন হন, সেই কথাই সরকারি বেসরকারি নানা স্তর থেকে বলা হচ্ছে। সবাই যাতে ঘরে থাকেন, সেটাই একমাত্র উদ্দেশ্য। এবার এই সচেতনতার কাজটাই একটু অন্যভাবে করছেন শিলিগুড়ির চিত্রশিল্পী রঞ্জন রায়। সেখানকার মহাত্মা গান্ধী মোড়ে, রাস্তা জুড়ে আঁকলেন করোনা ভাইরাসের ছবি। সেই সঙ্গে লেখা থাকল সাবধানবাণী- ‘স্টে অ্যাট হোম’। এই আবেদনই বহুদিন ধরে করে আসছে সবাই। এবার নিজের শিল্পের মাধ্যমেও সেটা তুলে ধরলেন।

এই মুহূর্তে ভারতে করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। একদিকে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করছে আইসিএমআর, অন্যদিকে নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তা সত্ত্বেও সমাজের সমস্ত জায়গায় কি সচেতনতা দেখা যাচ্ছে? ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে অর্থনীতি একটি বড়ো সমস্যা। এখনও বহু মানুষ খেতে পরতে পারছেন না। রোজগার নেই অনেকের। কিন্তু খুব প্রয়োজন না হলে যতটা সম্ভব বাইরে না বেরনোই তো এখন সবার আগে দরকার। করোনা যাতে না ছড়ায়, সেটাই দরকার। সেই বার্তাই পৌঁছে দিতে চান রঞ্জনবাবু।