আর ‘মাত্র’ ৯৫ বছর, এই সিনেমা মুক্তি পাবে ২১১৫ সালে!

কাজের ফাঁকে সময় পেলে সিনেমা দেখার অভ্যাস আমাদের অনেকের। ওয়েব সিরিজই হোক বা সিনেমা, নিত্য নতুন সিনেমার খবর পাওয়ার জন্য মুখিয়ে থাকে মানুষ। পছন্দের সিনেমার প্রথম দিনের টিকিট পেয়ে গেলে তো কথাই নেই। এবার নতুন একটা খবর দিই আপনাদের। আরও একটি সিনেমা মুক্তি পেতে চলেছে। তবে তার জন্য খানিক অপেক্ষা করতে হবে আপনাকে। কতদিন পর্যন্ত? এই ধরুন, ২১১৫ সাল!…

হেঁয়ালি নয়, ঠিক এমনই একটি সিনেমা বানিয়েছেন অভিনেতা-পরিচালক জন মালকোভিচ। ২০১৫ সালের নভেম্বর মাসেই তিনি ঘোষণা করেন তাঁর নতুন ছবির কথা। সিনেমার নাম ‘হান্ড্রেড ইয়ার্স’। কবে মুক্তি পাচ্ছে? এর উত্তরে জন মালকোভিচ যে জবাবটা দিলেন, সেটা শুনে তাজ্জব হওয়া ছাড়া উপায় নেই। ২১১৫ সালের নভেম্বরে! সিনেমার ক্যাপশনই হল ‘দ্য মুভি ইউ উইল নেভার সি’। তাহলে দেখারই বা কী মানে? 

আসলে এই পুরোটাই একটি বিশেষ কারণে তৈরি করা। আর এই বিষয় ভাবনাই সিনেমাটি নিয়ে আগ্রহ বাড়িয়ে দিয়েছে। জন মালকোভিচ নিজেই এই সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন। এখানে অভিনয়ও করেছেন তিনি। এছাড়াও আছেন মার্কো জারোর এবং শুয়া চ্যাং। পরিচালনা করেছেন রবার্ট রডরিগেজ। এই সিনেমাটির মূল ভাবনার সঙ্গে জড়িয়ে আছে আরও একটি সংস্থা— ‘লুইস থার্টিন কগন্যাক’। এই ব্র্যান্ডটির পরিচয় অবশ্য অন্যভাবে। এটি পৃথিবীর অন্যতম বিখ্যাত কগন্যাক মদ তৈরির কোম্পানি। মূলত ব্র্যান্ডি জাতীয় এই পানীয়টি তৈরির একটি বিশেষত্ব আছে। প্রায় ১০০ বছর ধরে জমিয়ে রাখার পর ‘লুইস থার্টিন কগন্যাক’-এর একটি প্রোডাক্ট বাজারে আসে! 

আর এই ভাবনাকেই সিনেমায় নিয়ে এলেন জন মালকোভিচ। সিনেমাটির টিজার মুক্তি পেলেও সেখান থেকে বিষয়বস্তু নিয়ে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। কলাকুশলীদের মুখেও কুলুপ! সব মিলিয়ে, রহস্যের পরিবেশটি বেশ ভালোই তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হল, আমরা কজনই বা ২১১৫ সাল অবধি বেঁচে থাকব! তখনকার মানুষরাই এই রহস্যের সম্মুখীন হবেন। 

Powered by Froala Editor

More From Author See More