উল্টে রয়েছে আস্ত বাড়ি! কারা থাকেন এখানে?

বাড়ির ছাদে গুটিসুটি হয়ে বসে রয়েছেন কয়েকজন। বলা ভালো ঝুলে রয়েছেন ছাদ থেকে। আর মেঝেতে সাজানো রয়েছে সমস্ত আসবাবপত্র। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে এমন নানা ছবি এবং ভিডিও। কোথাও মেঝেতে সাজানো রয়েছে খাট, আর মানুষ শুয়ে আছেন ছাদে। দেখে মনে হচ্ছে যেন শূন্যে ভাসছেন। এমন সব ছবি হয়তো বাস্তব নয়। কিন্তু কলোম্বিয়ার (Columbia) রাজধানী বোগোটার (Bogota) কাছে গুয়াতাভিতা শহরে সত্যিই তৈরি হয়েছে এমন বাড়ি। বাড়ির মালিক ফ্রিৎজ শল তাঁর বাড়ির নাম রেখেছেন ‘ক্যাসা লোকা’ (La Casa Loca) বা পাগলবাড়ি।

কলোম্বিয়া প্রবাসী অস্ট্রিয়ান ফ্রিৎজ। বছর দুয়েক আগে অস্ট্রিয়ায় এমন একটা বাড়ি দেখেছিলেন তিনি। সেই থেকেই তাঁর ইচ্ছা ছিল, নিজেও এমন একটা বানাবেন। ঠিক যেন উলটানো বাড়ি। তবে কলোম্বিয়ার মানুষ তাঁর কথাকে তেমন গুরুত্ব দেননি প্রথমে। অনেকেই হাসিঠাট্টাও করেছেন। তবে শেষ পর্যন্ত তাঁর বাড়ি দেখে অবাক সকলেই। এক মাসও হয়নি বাড়ি তৈরির কাজ শেষ হয়েছে। এর মধ্যে অন্তত ১০০ মানুষ তাঁর বাড়ি দেখতে এসেছেন। সেখানে সময় কাটিয়েছেন, ছবি তুলেছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই পাগলবাড়ির কথা।

আসলে বিষয়টা খুব জটিল নয়। বাইরে থেকে বাড়িটি উলটানো দেখতে মনে হলেও ভিতরে তেমন কিছু নয়। শুধু আসবাবপত্র মেঝের বদলে সাজানো রয়েছে ছাদের উপরে। আর সিঁড়ি থেকে শুরু করে ভিতরের অন্যান্য কাঠামোও সাজানো হয়েছে উলটো করে। ফলে ভিতরে ঢুকলেই চোখের ভ্রম হয়। আর তখন মনে হয় সবকিছুই বুঝি উলটানো রয়েছে।

২ বছর আগে কাজ শুরু হলেও কোভিড অতিমারীর মধ্যে বাড়ি তৈরি করতে বেশ বেগ পেতে হয়েছে ফ্রিৎজকে। সবচেয়ে বড়ো কথা, যে কোনো রাজমিস্ত্রীকে দিয়ে এই কাজ করানো সম্ভব নয়। তার জন্য দক্ষ রাজমিস্ত্রীর প্রয়োজন। তবে সমস্ত বাধা পেরিয়ে শেষ পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে। ৮ জানুয়ারি সেই বাড়ির দরজা খুলেও দেওয়া হয়েছে। অবশ্য নিজের ঘরেই এখন কোণঠাসা অবস্থা ফ্রিৎজের। ঘরের ভিতর, বাথরুমে, রান্নাঘরে – সর্বত্র দর্শকরা ঘুরে বেড়াচ্ছেন। ফ্রিৎজ অবশ্য তাতে বেশ খুশিই। অতিমারী মিটলে আরও বেশি দর্শক আসতে পারবেন বলে আশাবাদী তিনি।

আরও পড়ুন
পুনর্ব্যবহারের অযোগ্য প্লাস্টিক দিয়ে তৈরি বাড়ি, উদ্যোগ আমেরিকায়

Powered by Froala Editor

আরও পড়ুন
বাড়িতে কেন ডেকেছিলেন সুভাষ? সারাজীবন উত্তর খুঁজেছেন বীণা