কোয়ারেন্টাইনে থাকা মানুষদের একাকিত্ব মেটাবে হটলাইন, উদ্যোগ স্কুল পড়ুয়াদের

পরিবার পরিজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে বহু মানুষ দিন কাটাচ্ছেন কোয়ারেন্টাইনে। স্বেচ্ছায় আইসোলেশনে গিয়েছেন অনেকে। তাঁদের কারোর শরীরে বাসা বেঁধেছে করোনা ভাইরাস, কারোর মনে আতঙ্ক। এমন পরিস্থিতিতে কীভাবে দিন কাটাচ্ছেন তাঁরা? মনের মধ্যে একটু সাহস দেওয়ার কেউ তো নেই পাশে। এই একাকিত্বময় পরিবেশেই আত্মীয়তার স্বাদ পৌঁছে দিতে উদ্যোগ নিল কানাডার একটি হাইস্কুলের ছাত্রছাত্রীরা। তৈরি করে ফেলল নিজেদের হটলাইন সার্ভিস।

ক্যালগারি বোর্ড অফ এডুকেশনের উদ্যোগে তৈরি এই প্রকল্পের নাম 'জয় ফর অল'। প্রকল্পের সঙ্গে প্রথম থেকেই জড়িয়ে আছে এভার অ্যাক্টিভ স্কুলের ছাত্রছাত্রীরা। সমস্ত কাজের দায়িত্বও তাদের উপরেই। এই হটলাইন নাম্বারে ফোন করলেই শুনতে পাবেন নিজের পছন্দ মতো গল্প, জোকস, এমনকি এইসময়ের নানা খবরাখবর এবং নতুন নতুন গবেষণার কথা। এই সমস্তই আগে থেকে রেকর্ড করে আপলোড করে রেখেছে উদ্যোগী কিশোর-কিশোরীরা। মূলত কোয়ারেন্টাইনে থাকা মানুষদের জন্য এই হটলাইন তৈরি হলেও, কানাডার যেকোনো মানুষ এই উদ্যোগের স্বাদ পেতে পারেন।

এই সপ্তাহের শুরুতেই তৈরি হয়েছে এই হটলাইন সার্ভিস। আপাতত এভার অ্যাক্টিভ স্কুলের ছাত্রছাত্রীরাই সমস্ত রেকর্ডিং তৈরি করেছে। তবে জুন মাস পর্যন্ত এই কাজ এগিয়ে নিয়ে যেতে আরও অনেক রেকর্ডিং লাগবে। তার জন্য অন্যান্য স্কুলের পড়ুয়াদের কাছেও আবেদন করেছে উদ্যোক্তারা। প্রত্যেকেই নিজেদের মতো রেকর্ডিং বা তার বিষয়বস্তু পাঠাতে পারেন উদ্যোক্তাদের কাছে। স্যোসাল ডিস্টেন্সিংএর জন্য মানুষে মানুষে যে দূরত্ব তৈরি হয়েছে, যে একাকিত্ব গ্রাস করেছে মানুষকে; তা কি মিটবে এভাবে? স্বপ্ন দেখতে ক্ষতি কী? কিশোর বয়স তো স্বপ্ন দেখারই বয়স। বড়রাও সেই স্বপ্নের রং উপভোগ করছেন, সন্দেহ নেই।

More From Author See More