করোনার বিরুদ্ধে লড়াই, ৫০০ কোটি টাকা অনুদানের ঘোষণা টাটা গোষ্ঠীর

ভারতের করোনা আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়েছে, বিশ্বের ছ’ লাখ। এমনই কঠিনতম পরিস্থিতিতে এগিয়ে এলেন কর্পোরেট প্রতিষ্ঠান টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা। করোনাযুদ্ধে ৫০০ কোটি টাকার অনুদানের কথা ঘোষণা করলেন রতন টাটা। উলেক্ষ্য এর আগেও বহুবার সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে দেখা গেছে টাটা গোষ্ঠীকে।

আরও পড়ুন
বাড়িতেই পৌঁছে দেওয়া হবে টাকা, লকডাউনে আপৎকালীন পরিষেবা ব্যাঙ্কগুলির

এই অনুদান ব্যবহৃত হবে চিকিৎসক এবং তাঁদের সহকর্মীদের সুরক্ষার সরঞ্জামের জন্য। এছাড়া বাড়ানো হবে মাথাপিছু টেস্ট কিটের সংখ্যা। সংক্রমিত রোগীদের থাকবার ব্যবস্থা, ভেন্টিলেটর, স্বাস্থকর্মীদের ট্রেনিং এবং সচেতনতা বৃদ্ধির খাতেও ব্যবহৃত হবে এই অর্থ।

আরও পড়ুন
মাত্র ১৫ দিনেই তৈরি হবে ১০০০ বেডের হাসপাতাল, উদ্যোগ ওড়িশা সরকারের

বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রতন টাটা বলেন, ভারত তথা বিশ্বের এই সংকটের পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। করোনা ভাইরাসের বিরুদ্ধে এই যুদ্ধ সমগ্র মানবজাতি কঠিনতম চ্যালেঞ্জের সম্মুখীন। আপদকালীন এই পরিস্থিতিতে সবাইকে এগিয়ে আসার অনুরোধও করেন তিনি।

আরও পড়ুন
কোয়ারেন্টাইনে থাকা মানুষদের সাহায্যে এগিয়ে এলেন ৫ লক্ষ তরুণ-তরুণী

টাটা গোষ্ঠীর এই উদ্যোগ নিঃসন্দেহে করোনা-প্রতিরোধের লড়াইতে সরকারকে সাহায্য করবে অনেকটাই। চিকিৎসকরাও যেখানে রেহাই পাচ্ছেন না সংক্রমণ থেকে, সেখানে এমন পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

More From Author See More