বন্যপ্রাণ বাঁচাতে শহরের পথে ট্যাবলো

শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কয়েকটা ট্রাকগাড়ি। প্রতিটি গাড়ির গায়ে বন্য প্রকৃতির ছবি আঁকা। আর সেইসঙ্গে প্রাণী সুরক্ষার বার্তা লেখা ট্রাকের গায়ে। বন্যপ্রাণ সংরক্ষণের জন্য এমন প্রচার কর্মসূচি ইউরোপে নতুন নয়। তবে এবার সেই উদ্যোগ দেখা যাবে কলকাতার বুকেই। এমনকি কলকাতার পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া ও হুগলির শহরগুলিতেও।

রবিবার বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এই অভিনব প্রকল্পের উদ্বোধন করেন। অরণ্য ভবন থেকে 'বনগাড়ি' নামের পাঁচটি ছোটো ট্রাক নামল রাস্তায়। এর মধ্যে একটি ঘুরবে কলকাতা শহরে। একটি উত্তর চব্বিশ পরগনার শহরগুলিতে। অন্য একটি হাওড়া ও হুগলি জেলায়। তবে বাকি দুটি ট্রাকের যাত্রাপথের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। বনবিভাগের আধিকারকদের কথায়, উৎসবের সময় এ-ধরনের ট্যাবলো প্রচার আগেও দেখা গিয়েছে। এবার সেই প্রচারের উদ্দেশ্য বন্যপ্রাণীদের নিয়ে সচেতনতা গড়ে তোলা। ট্রাকের গায়ে যেমন সেই প্রচার থাকবে, তেমনই থাকবে অডিও মাইকিং-ও। সঙ্গে বনবিভাগের কর্মীরা থাকবেন লিফলেট বিলি করার জন্য।

বনবিভাগের কর্মীরা বলছেন, কোনো প্রাণীই মানুষকে ইচ্ছা করে আক্রমণ করে না। মানুষই ভয় পেয়ে প্রথম আক্রমণ করে। ভয় পেলে বনবিভাগে যোগাযোগ করার আবেদন জানাচ্ছেন তাঁরা। হয়তো এভাবেই বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে অনেক প্রাণী। এই অভিনব প্রচার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রকৃতিপ্রেমী মানুষ।

Powered by Froala Editor

আরও পড়ুন
বন্যপ্রাণীদের রাস্তা পারাপারের জন্য তৈরি হচ্ছে ওভারপাস, ভারতে প্রথম