ভারাভারা রাও-এর জামিনের শুনানি দ্রুত শুরুর নির্দেশ সুপ্রিম কোর্টের

দীর্ঘদিন ধরেই খারিজ হয়ে আসছে জামিনের আবেদন। ১৭ সেপ্টেম্বরের পর আর কোনো শুনানিই হয়নি ভীমা কোরেগাঁও মামলায় অভিযুক্ত কবি ভারভারা রাওয়ের। অশীতিপর কবির জামিনের শুনানি দ্রুত শুরু করতে বম্বে হাইকোর্টকে এবার নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।

গত কয়েকমাস ধরেই কবি ভারভারা রাওয়ের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। এর মধ্যে জেলে বন্দি থাকা অবস্থাতেই করোনায় আক্রান্ত হয়েছিলেন কবি। হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হলেও চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছিল সে সময়। একাধিকবার মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়ার পরও, অগ্রগতি হয়নি জামিনের। হাসপাতাল থেকে আবার কারাগারে স্থানান্তরিত করা হয়েছিল তাঁকে।

সম্প্রতি পুরো বিষয়টি পর্যালোচনা করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বৃদ্ধ কবির স্ত্রী পি হেমলতা। কবি ভারভারা রাওয়ের বিষয়টি বোম্বে হাইকোর্টের বিচারাধীন হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দেশের সর্বোচ্চ আদালত। তবে দ্রুত যেন শারীরিক অবস্থার পর্যালোচনা করা হয় তাঁর, শুক্রবার সেই ইঙ্গিতই দিলেন সুপ্রিম কোর্টের বিচারকরা। বিচারপতি ইউ ললিত, বিনীত সরন এবং এস রবীন্দ্র ভট্টের ডিভিশন বেঞ্চ এদিন সাফ জানিয়ে দিলেন ভারভারা রাওয়ের শারীরিক অবস্থা জামিনের শুনানির জন্য যথেষ্ট। পাশাপাশি মানবিকতা এবং মানবাধিকারের প্রসঙ্গেও কথা বলতে শোনা গেল তিন বিচারপতির ডিভিশন বেঞ্চকে। 

বর্তমানে নবি মুম্বাইয়ের তালোজা জেলেই বন্দি রয়েছেন কবি ভারভারা রাও। শারীরিক অবস্থার সঙ্গে মানসিক বোধগম্যতাতেও সমস্যা দেখা দিয়েছে তাঁর। প্রবীণ কবির আইনজীবী জানিয়েছেন শারীরিক অবস্থা এতটাই খারাপ, কারাগারেই মৃত্যু অবধি হতে পারে কবি ভারভারা রাওয়ের। তবে এমন ঘটনার পুরোপুরি পরিপন্থী সুপ্রিম কোর্ট, তা এদিনের বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন বিচারপতিরা। সংশ্লিষ্ট বম্বে উচ্চ আদালতেই শুনানি হবে তাঁর। তবে এখনও নির্দিষ্ট করে কোনো তারিখ জানানো হয়নি আদালতের পক্ষ থেকে...

Powered by Froala Editor