আকাশের তারার নামকরণ সুশান্তের নামে, বিরল শ্রদ্ধার্ঘ অনুরাগীর

আর পাঁচজন তারকার সঙ্গে যেন ঠিক মেলানো যায় না তাঁকে। আর তাই মাত্র বছর আটেকের সিনেমা জীবনেই দর্শকদের একান্ত আপন হয়ে উঠেছিলেন সুশান্ত সিং। সুশান্তের ঠিকানা দূর আকাশে ছিল না কোনোদিন। বরং সাধারণ মানুষের সঙ্গে এক রাস্তায় হাঁটতে পারতেন তিনি। বাকিদের মতোই রাতের আকাশের দিকে তাকিয়ে থাকতেন আর তারা গুনতেন। আকাশের তারা দেখার জন্য একটা টেলিস্কোপও কিনেছিলেন তিনি।

তবে সেই কাছের মানুষ সুষান্ত আজ আর কাছাকাছি নেই। মৃত্যুর পর দূর আকাশের তারা হয়ে গিয়েছেন তিনি। আর মৃত্যুর এতদিন পরেও সেই মানুষটিকে হারানোর যন্ত্রণা ভুলতে পারেনি দর্শকরা। ঠিক তেমনই এই চলে যাওয়া মেনে নিতে পারেননি রাক্ষা নামের এক অনুরাগীর। বরং রাতের আকাশের বুকেই চিরকাল সুশান্তকে ফিরে পেতে চেয়েছেন তিনি। সেই উদ্দেশ্যে একটি তারার নাম রেখে ফেলেছেন সুশান্তের নামে।

রাতের আকাশের অনেক তারাকেই আমরা আমাদের হারিয়ে ফেলা প্রিয়জনদের নামে ডাকি। কিন্তু সেটা তো কেবল ব্যক্তিগত পরিসরে। রাক্ষা কিন্তু সুশান্তের নামে একটি তারার সত্ত্বাধিকার পর্যন্ত কিনে ফেলেছেন। ইলিনয়েস শহরে অবস্থিত ‘স্টার রেজিস্ট্রি’ একটি বেসরকারি সংস্থা এই রেজিস্ট্রেশনের কাজটি করে আসছে দীর্ঘদিন ধরে। তবে এক্ষেত্রে কেবলমাত্র ইনফর্ম্যাল ক্ষেত্রেই এই নাম ব্যবহার করা যাবে।

নামের রেজিস্ট্রেশন সংক্রান্ত সার্টিফিকেট হাতে পেয়েই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন রাক্ষা। সেইসঙ্গে তাঁর খুশির উচ্ছ্বাসও প্রকাশ করেছেন। রাক্ষার কথায়, সুশান্তের চোখ দিয়ে আকাশকে দেখতে শিখেছেন তিনি। আর তাই সেই আকাশের বুকেই প্রিয় অভিনেতাকে চিরস্থায়ী করতে চেয়েছেন তিনি। যে অভিনেতার কথা ছিল ‘চন্দা মামা দূর কে’ সিনেমায় অভিনয় করার, আজ তিনি আমাদের থেকে অনেক দূরে। শুধু তিনি আছেন। আকাশের দিকে তাকালে এখনও খুঁজে পাওয়া যাবে তাঁকে।

Powered by Froala Editor

More From Author See More

Latest News See More