ঘুরপথে ব্যবসা ভারতে? জল্পনা মুম্বইতে বাইটড্যান্সের নয়া অফিস নিয়ে

সম্প্রতি চিনা মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে দেশজুড়ে কড়াকড়ির জেরে নিজেদের ব্যবসায়িক কৌশল পরিবর্তন করতে চলেছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন টিকটক। ভারত আমেরিকা অস্ট্রেলিয়ার মতো দেশগুলির চোখ রাঙানির পর টিকটকের শাখা সংস্থা বাইটড্যান্স চাইছে চিনের বাইরে এর সাংগঠনিক ব্যবস্থাপনা সরিয়ে আনতে।

জুনের শেষ দিকে ভারতে টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা হওয়ার পর থেকেই বাইট ড্যান্সের তরফে তোড়জোর শুরু হয়ে যায় ভারতে তাদের নয়া অফিস খোলার জন্য। সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই মুম্বইয়ের প্রসিদ্ধ বিজনেস এরিয়াতে বারোশোরও বেশি কর্মী একসঙ্গে কাজ করতে পারেন, এরকম একটি অফিস নেওয়ার কথা হয়ে গিয়েছে। ৬ জুলাই এই ব্যাপারে আইনি কাজকর্মও অনেক দূর এগিয়ে গিয়েছে বলে জানানো হলেও, বাইটড্যান্সের তরফে এখনও এই নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

সম্প্রতি ইন্দো-চিন বর্ডারে অস্থিরতার মধ্যেই ‘দেশীয় সুরক্ষা বিঘ্নিত হচ্ছে’ এই অভিযোগে টিকটক সহ ৫৮টি চিনা মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ ঘোষণা করা হয় ভারত সরকারের তরফে। যদিও এই প্রসঙ্গে টিকটকের ভারতীয় শাখার প্রধান নিখিল গান্ধী জানিয়েছিলেন যে, ভারতীয় জনতার তথ্য সুরক্ষিত রাখতে তাঁরা বদ্ধপরিকর এবং ভারতীয় আইন মেনেই এখনও অবধি ব্যবসা করে গিয়েছেন তাঁর সংস্থা। তবুও পরিবর্তিত আর্থিক পরিস্থিতিতে চিনা কোম্পানির নতুন এই পদক্ষেপ কতটা কাজে দেয় সেটাই এখন দেখার।

Powered by Froala Editor