মহাকাশে হাঁটলেন শুধুমাত্র মেয়েরাই, নজির স্পেস স্টেশনে

একটা অভিযান। তবে কোনও পাহাড় বা জঙ্গলে নয়, অভিযানটা মহাকাশে। সম্প্রতি নাসার তরফ থেকে মহাকাশে তাদের স্পেস স্টেশনে একটি বিশেষ স্পেস ওয়াক হয়েছিল। আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও, এর বিশেষত্ব অন্য জায়গায়। এই প্রথম একটা গোটা স্পেস ওয়াক শুধুমাত্র মহিলাদের দ্বারাই সম্পন্ন হল। যেখানে সর্বেসর্বা ছিলেন মেয়েরাই।

নাসার মহাকাশচারী ক্রিস্টিনা কোচ এবং জেসিকা মেয়ার পাঁচ ঘণ্টারও বেশি সময় মহাকাশে ছিলেন। স্পেস স্টেশনের অরবিটিং ল্যাবের একটি পাওয়ার কন্ট্রোলারকে বদলাতে মূলত এই স্পেস ওয়াক করা হয়েছিল। এর আগেও মহিলারা মহাকাশে গেছেন। নাসার বিভিন্ন গবেষণায় সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। কিন্তু একটা গোটা মহাকাশ অভিযানের প্রত্যেকটা সদস্যই মহিলা, এরকমটা আগে ঘটেনি। এই অভিযানের জন্য বিশেষ একরকমের স্পেস স্যুটও বের করল নাসা। পরবর্তী অভিযানগুলোতেও এই অত্যাধুনিক স্পেস স্যুট কাজে লাগানো হবে।