প্রতিবেশী নক্ষত্র থেকে ধেয়ে আসছে মহাজাগতিক ঝড়, ছড়াচ্ছে আতঙ্কও

সূর্যের থেকে ধেয়ে আসা মহাজাগতিক বিস্ফোরণে মাঝে মাঝে বিপদসংকেত জারি করেন মহাকাশবিজ্ঞানীরা। আর এবার পৃথিবীর খুব কাছে সন্ধান পাওয়া গেল আরও এক নবীন নক্ষত্রের। আর সেই নক্ষত্র থেকে ধেয়ে আসা বিস্ফোরণ সূর্যের চেয়েও অন্তত ১০ গুণ বেশি বিধ্বংসী। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন নাসার (NASA) বিজ্ঞানীরা। স্বাভাবিকভাবেই এই খবরকে ঘিরে ছড়িয়েছে আতঙ্ক। তাহলে কি পৃথিবীর এবং মানুষের জন্যও কোনো বড়ো বিপদ ঘটে যেতে পারে? আতঙ্ক একেবারে উড়িয়ে না দিলেও বিজ্ঞানীদের দাবি, এখনই তেমন কোনো সম্ভাবনা নেই। বরং সৌরঝড় (Solar Storm) বা এই ধরনের মহাজাগতিক বিস্ফোরণ থেকে কী কী প্রভাব পড়তে পারে, তা জানার একটা নির্ভরযোগ্য সূত্র খুঁজে পেয়েছেন তাঁরা।

২০১৯ সালের শেষের দিকে নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইটে ধরা পড়ে ‘এক ড্রাকনিস’ নামের এই নক্ষত্রের অস্তিত্ব। পৃথিবী থেকে তার দূরত্ব মাত্র ১১১ আলোকবর্ষ। আর এই নক্ষত্রের বয়সও বেশি নয়। মাত্র ১০০ মিলিয়ন বছরের নক্ষত্রটিকে ঘিরে এখনও কোনো পরিমণ্ডল গড়ে ওঠেনি। কক্ষপথও পুরোপুরি স্থির নয় এখনও। ২০২০ সালের এপ্রিল মাসে এই ‘এক ড্রাকোনিস’ নক্ষত্রেই একটি বিস্ফোরণের হদিশ পান কলোরাডো ইউনিভার্সিটির গবেষক ইয়ুতা নতসু। পরে আরও ভালো করে পরীক্ষা করা হয় সেই তথ্য। বিজ্ঞানীরা বলছেন, এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী যত সৌরঝড়ের উদাহরণ রয়েছে, এই বিস্ফোরণের প্রাবল্য তার চেয়ে অন্তত ১০ গুণ। শুধু তাই নয়, এই নক্ষত্র থেকে এর চেয়েও ১০ গুণ বেশি শক্তিশালী বিস্ফোরণের আশঙ্কা থেকে যায়।

নক্ষত্রের বিস্ফোরণ থেকে সৃষ্টি হওয়া ঝড়ের প্রভাবে আশেপাশের বহু গ্রহের ক্ষতি হতেই পারে। বিকল হয়ে পড়তে পারে বিভিন্ন স্যাটেলাইট। এমনকি বায়ুমণ্ডল পেরিয়ে এসে মানুষের ক্ষতি করাও অসম্ভব নয়। তবে আপাতত এই ঝড়টি থেকে তেমন কোনো বড়ো বিপদের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা। ভবিষ্যতে আরও শক্তিশালী ঝড় আসার আশঙ্কা অবশ্য থেকেই যাচ্ছে। তবে বিজ্ঞানীদের অনুমান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ নক্ষত্রটি শান্ত হয়ে যাবে। একসময় সূর্যের বুকেও এমন তীব্র বিস্ফোরণ ঘটত। আর সেই সময়েই সূর্য থেকে নানা গ্যাস ও অন্যান্য উপাদান এসে আছড়ে পড়ত গ্রহগুলির সীমানায়। কেমন ছিল সৌরজগতের শুরুর সেই দিনগুলো? নতুন এই নক্ষত্র থেকে সেইসব তথ্য জানা যাবে বলে আশাবাদী বিজ্ঞানীরা।

Powered by Froala Editor

আরও পড়ুন
ধেয়ে আসছে ভয়ঙ্কর সৌরঝড়, পৃথিবীকে আঘাত করবে আজই

Latest News See More