ট্র্যাজেডির জেরে সমাজকর্মী, পৈতৃক জমি বিক্রি করে হেলমেট বিতরণ বিহারের যুবকের

রাস্তার গা ঘেঁষে একটি প্রকাণ্ড বটগাছ। আর তার ডাল থেকে ঝুলছে অসংখ্য মোটরসাইকেল হেলমেট। রাস্তা দিয়ে কোনো মোটরবাইক আরোহী হেলমেট ছাড়া গেলেই দাঁড় করাচ্ছেন যুবক। তারপর যত্নে তাঁদের হাতে তুলে দিচ্ছেন একটি করে হেলমেট (Helmets)। তবে কি দুর্ঘটনা কমাতে নতুন কোনো সচেতনতামূলক প্রচারে নামল প্রশাসন? 

সচেতনতামূলক প্রচার তো বটেই। তবে এই কর্মকাণ্ডের পিছনে সরকারের ভূমিকে নেই কোনো। নেই পুলিশ প্রশাসনের হাতও। এই গোটা প্রকল্পের পিছনে রয়েছেন আমার আপনার মতোই একজন সাধারণ মানুষ। তিনি বিহারের মধুবনীর বাসিন্দা রাঘবেন্দ্র কুমার (Raghabendra Kumar)। নিরাপত্তার অভাবে দুর্ঘটনা ঠেকাতে পৈতৃক জমি ও চাষের ক্ষেত বিক্রি করে আরোহীদের হাতে বিনামূল্যে হেলমেট তুলে দিচ্ছে তিনি।

এভাবে ‘জনসেবা’-র কথা চিন্তা করাও বেশ দুষ্কর কাজ, তা বলার অপেক্ষা থাকে না। তবে রাঘবেন্দ্রর এই উদ্যোগের পিছনে লুকিয়ে রয়েছে এক দীর্ঘ গল্পও। বছর সাতেক আগে পর্যন্ত রাঘবেন্দ্র বাইক চালানোর সময় নিজেও হেলমেট পরতেন না আর পাঁচ জন মানুষের মতোই। কিন্তু একটা ঘটনাই বলতে দেয় সমস্ত কিছু। খুলে দেয় তাঁর মানসচক্ষু। 

২০১৪ সাল সেটা। গ্রেটার নয়ডার এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার শিকার হন তাঁর ঘনিষ্ঠ বন্ধু কৃষ্ণা। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। সেদিন তাঁর মাথাতেও ছিল না হেলমেট। থাকলে হয়তো আজ চরম পরিণতির সম্মুখীন হতে হত না তাঁকে। এই ঘটনার পরেই হেলমেটের গুরুত্ব বা প্রয়োজনীয়তা ঠিক কতটা— তা বুঝতে পারেন রাঘবেন্দ্র। সাধারণ মানুষকে সচেতন করার দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। 

আরও পড়ুন
পাহাড়চুড়োয় একের পর এক দুর্ঘটনা, কী বলছেন বাংলার পর্বতারোহীরা?

প্রাথমিকভাবে বাড়িতে থাকা সামান্য কিছু গয়না বিক্রি করেই শুরু করেছিলেন হেলমেট বিতরণ কর্মসূচি। কিন্তু তা দিয়ে খুব বেশি দিন চালিয়ে যেতে পারেননি এই উদ্যোগ। শেষে মাথা গোঁজার ঠাঁইটুকু রেখে নিজের পৈতৃক জমির সবটাই বিক্রি করে দেন রাঘবেন্দ্র। চাকরি ছেড়ে বেছে নেন গাছ তলায় বাইকযাত্রীদের তদারকির কাজ। 

আরও পড়ুন
সিনেমার সেটে দুর্ঘটনা, প্রপ-গানের গুলিতে নিহত খোদ সিনেম্যাটোগ্রাফার!

এখনও পর্যন্ত কমপক্ষে ৫০ হাজারেরও বেশি হেলমেট বিতরণ করেছেন রাঘবেন্দ্র। অভিনব এই প্রচারের মাধ্যমে সতর্কতা পৌঁছে দিয়েছেন লক্ষ লক্ষ মানুষের কাছে। স্থানীয়দের কাছে এখন তাঁর পরিচয় ‘হেলমেট-ম্যান অফ ইন্ডিয়া’। এর আগে পাঞ্জাবের বাসিন্দা দীপক শর্মা বাইক দুর্ঘটনায় তাঁর ১৬ বছরের পুত্রসন্তানকে হারিয়ে নেমেছিলেন অভিনব এক প্রচারে। অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানোর বিরুদ্ধে তাঁর লড়াই জারি রয়েছে এখনও। রাঘবেন্দ্রর কর্মকাণ্ড যেন সেই ঘটনাকেই মনে করিয়ে দিল আবার…

আরও পড়ুন
অবসাদ, মদ্যপান কিংবা দুর্ঘটনা – অকালে চলে গেছেন যেসব বলিউড তারকা

Powered by Froala Editor