গোটা দেশে স্যানিটারি প্যাড বিনামূল্যে, উদ্যোগ স্কটল্যান্ডের, বিশ্বে প্রথম

কাজ করুন আর না করুন, স্বাস্থ্য যাতে অটুট থাকে সেই দিকে ছোটো থেকেই খেয়াল রাখতে বলা হয় আমাদের। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ঋতুচক্রের সময় অতিরিক্ত সতর্কতার কথা বলেন ডাক্তাররা। সেখানেই অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হল স্যানিটারি প্যাড ও ট্যাম্পনের মতো বস্তুগুলি। দরকারের সময় যাতে সেটা সংগ্রহ করা যায়, সেইজন্যই স্কটল্যান্ডে চালু করা হল নতুন নিয়ম। এবার থেকে মেয়েরা বিনামূল্যে সেখানে স্যানিটারি বস্তু সংগ্রহ করতে পারবেন।

গোটা বিশ্বে এর আগে এমন উদ্যোগ হয়েছে কিনা, জানা যায় না। সেই দিক থেকে প্রথম দেশ হিসেবে স্কটল্যান্ডই এই ব্যবস্থা শুরু করল। এই সিদ্ধান্ত নিয়ে সেখানকার পার্লামেন্টে বিস্তর আলোচনা হয়েছে। বিশেষ করে উঠে এসেছে বাজেটের কথা। সমস্ত কিছু বিবেচনা করে সম্প্রতি এই সিদ্ধান্ত জানালেন স্কটিশ পার্লামেন্ট। আপাতত হিসেব অনুযায়ী, প্রতি বছর এই পরিকল্পনার পেছনে প্রায় ৩১.২ মিলিয়ন ডলার খরচ করা হবে। ভারতীয় টাকার হিসেবে যা কিনা ২২২ কোটির বিশাল অঙ্কের কাছাকাছি। এর আগে ২০১৮ সাল থেকেই স্কটল্যান্ডের স্কুলগুলিতে বিনামূল্যে স্যানিটারি প্যাড ও ট্যাম্পন দেওয়া হচ্ছিল। এবার দেশের সমস্ত জায়গা থেকেই যাতে মেয়েরা এই সুযোগ পেতে পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করা হল।

মেনসট্রুয়াল সমস্যা বা ঋতুচক্র মেয়েদের স্বাভাবিক জৈবিক প্রক্রিয়ার মধ্যেই পড়ে। কোনো অস্বাভাবিক বা ‘অপবিত্র’ ঘটনা নয় এটি। আর এই সময় তাঁদের শরীরের দিকেও বিশেষ নজর রাখতে হয়। সেই জন্য যাতে সঠিক স্যানিটারি বস্তু পাওয়া যায়, তার খেয়াল রাখতে হয়। পৃথিবীর প্রথম দেশ হিসেবে স্কটল্যান্ড এই নিয়ম শুরু করল। এরপর আরও অন্যান্য জায়গাতেও এটা ছড়িয়ে পড়বে বলে আশা করা যায়। এবং এও আশা করা যায়, ভারতেও এই সংক্রান্ত কাজ এগোনো যাবে। বিগত কয়েক বছরে ঋতুচক্র নিয়ে পুরনো ধ্যান-ধারণা থেকে বেশ কিছুটা সরে এসেছে আমাদের দেশ। নানা জায়গায় কাজও এগোচ্ছে একটু একটু করে। স্কটল্যান্ডের এই প্রয়াস অন্যান্যদের সঙ্গে ভারতের স্যানিটারি কাজকেও উদ্বুদ্ধ করবে, সেই আশাই রাখছেন মেয়েরা।