আরও ছয়টি নতুন প্রজাতির করোনা ভাইরাসের হদিশ, চিন্তায় বিজ্ঞানীরা

কথায় বলে, একা রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। কিন্তু এখানে কেউ একা নেই, সঙ্গে আরও পাঁচজন ‘সহযোদ্ধা’ হাজির হয়েছে। কথা হচ্ছে করোনা ভাইরাসের সম্পর্কে। ইতিমধ্যেই এই ভাইরাসের প্রজাতি গোটা পৃথিবীতে তাণ্ডব তৈরি করেছে। তারই মধ্যে আরও ছয় রকমের করোনা ভাইরাসের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। এই খবর আবারও আতঙ্কে ফেলেছে গোটা বিশ্বকে।

সম্প্রতি ‘প্লস ওয়ান’ জার্নালে প্রকাশিত হয়েছে এই খবর। আমেরিকার স্মিথসোনিয়ান’স ন্যাশনাল জু অ্যান্ড কনজারভেশন বায়োলজি ইন্সটিটিউটের গবেষক বিজ্ঞানীরা এই গবেষণার জন্য বেছে নিয়েছিলেন মায়ানমারকে। সেখানেই বাদুড়ের শরীরে এই নতুন ছয় রকমের করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তবে করোনা ভাইরাসের দুই প্রজাতি (সার্স-কোভ-১ এবং সার্স-কোভ-২)-এর সঙ্গে এই ভাইরাসগুলির কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ নতুন প্রজাতির এই ভাইরাসগুলির চারিত্রিক গঠন কী, কতটা বিপজ্জনক, সেই ব্যাপারে আরও বিস্তারিত গবেষণার কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে।

সেই সঙ্গে করোনা ভাইরাস, মানুষ এবং অন্যান্য প্রাণী— এদের সম্পর্কটাকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করা দরকার বলে মনে করছেন বিজ্ঞানীরা। করোনা ভাইরাসের নতুন নতুন প্রজাতির উদ্ভবের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, এর আগেই পাঁচটি নতুন প্রজাতির করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। এবার আরও ছয় রকমের পাওয়া গেল। এবার পাওয়া গেল বাদুড়ের মধ্যেই। তাই, ভাইরাসগুলোর বর্তমান চরিত্র ও বেড়ে ওঠা নিয়ে নতুন করে গবেষণায় বিজ্ঞানীমহল।