বিজয়া উপলক্ষ্যে ঘরভাঙা শ্রাবণের গান শোনালেন সাত্যকি ব্যানার্জি

বিজয়া সম্মিলনীর সংস্কৃতি বাঙালির জীবন থেকে মুছে যাচ্ছে আস্তে আস্তে। হারিয়ে যাচ্ছে বিজয়া পরবর্তী বিভিন্ন জমায়েত, গানও। নতুন প্রজন্মের ধরাছোঁয়ার খানিক বাইরেই রয়ে গেছে এই ঐতিহ্য। তখনই, পুজো-পরবর্তী সন্ধ্যায় লোকসঙ্গীতশিল্পী সাত্যকি ব্যানার্জি আমাদের নিয়ে গেলেন আষাঢ়ের ভেজা পথে। সাত্যকি ব্যানার্জির কণ্ঠে, বিজয় সরকারের কথায়-সুরে এই গান, শুনুন -

https://www.youtube.com/watch?v=b5Cuu2N962Q&feature=youtu.be