এই রহস্যময় সংস্থায় যুক্ত হতে চান? দিতে হবে জটিল ধাঁধার উত্তর

ফেসবুকই হোক, বা অন্যান্য সোশ্যাল মিডিয়া— সব জায়গাতেই বিভিন্ন গ্রুপের সঙ্গে আমরা যুক্ত রয়েছি। যখনই কোনো একটি সিক্রেট গ্রুপে যুক্ত হওয়ার অনুরোধ জানান, তারা কি আপনাকে খুব জটিল কিছু ধাঁধার উত্তর দিতে বলে, যেগুলোর উত্তর দিতে পারলে তবেই আপনি তাদের সঙ্গে যুক্ত হতে পারবেন?

না, এটা কোনো পাগলের প্রলাপকাহিনি নয়। ২০১২ সাল থেকে এমনই একটি সংস্থা শুধুমাত্র ধাঁধার উত্তরের ভিত্তিতেই লোকজনকে যুক্ত করছে। নাম ‘সিসাডা ৩৩০১’। এই সংস্থার প্রকৃত পরিচিতি অধিকাংশই জানে না। যারা তাদের দেওয়া ধাঁধাগুলোর সঠিক সমাধান করে, একমাত্র তারাই এই সংস্থার আসল পরিচয় জানে। বলা বাহুল্য, ধাঁধাগুলো খুব একটা সহজ হয় না। ২০১২-এর জানুয়ারি থেকে তারা এই কাজ চালিয়ে আসছে। প্রথমে একটি ছবি দেওয়া হয়। তারপর সেই ছবির ভেতর থেকে বিশেষ একটা মেসেজ বের করতে বলা হয়। সেটা পারলে পরবর্তী পর্যায়। ক্রিপ্টোগ্রাফি থেকে ডেটা থিয়োরি— কম্পিউটার বিজ্ঞানের জটিল থেকে জটিলতম বিষয় এর সঙ্গে যুক্ত থাকে। ফলে, বেশিরভাগ সময়ই ব্যর্থ হতে হয়।

সিসাডা ৩৩০১-এর বিরুদ্ধে বিভিন্ন সময় হ্যাকিংয়ের অভিযোগ উঠেছে। যেহেতু তাদের পরিচয় কেউ জানে না, তাই সেই অভিযোগের মাত্রাও পরে বৃদ্ধি পায়। কিন্তু সেই অভিযোগের নিস্পত্তি হয়নি। বরং আমেরিকার বেশ কিছু দৈনিক এদের তৈরি ধাঁধাগুলোকে ইন্টারনেট যুগের সবচেয়ে রহস্যময়, জটিল ধাঁধা বলে উল্লেখ করেছেন। দাদাগিরির গুগলি-র সঙ্গে, এইটাও একবার চেষ্টা করে দেখতেই পারেন!